আমাদের কথা খুঁজে নিন

   

প্রতি থানায় মুক্তিযুদ্ধের শহীদদের নাম ফলক চাই

বিক্ষিপ্ত ভাবনা বিশ্বের বিভিন্ন দেশের বীর সন্তানদের সম্মান জানানো হয় স্মৃতি স্তম্বে তাদের নামের ফলক লিখার মাধ্যমে। প্রথম ও ২য় বিশ্বযুদ্ধে যারা নিহত হয়েছিলেন বৃটিশ সরকারের পক্ষে তাদের নামের তালিকা সংশ্লিষ্ট এলাকার স্মৃতি স্তম্বে লিপিবদ্ধ করা আছে। যাতে ঠাই পেয়েছে কিছু বাংলাদেশীর নামও। বাংলাদেশের বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধারা শহীদ হয়েছেন। আজ পর্যন্ত আমরা এর একটি সুষ্ঠ তালিকা করতে পারিনি।

সুবিধাবাদী রাজনীতি আমাদেরকে এর থেকে অনেক দূরে রেখেছে। ইতিহাসকে ধারন করতে এবং শহীদ মুক্তিযুদ্ধাদের প্রতি যথাযত সম্মান জানাতে প্রত্যেক থানার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ঐ থানার মুক্তিযুদ্ধে শহীদদের নাম ফলক লিখার দাবী জানাচ্ছি। মূলতঃ শহীদ মিনার ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়। কিন্তু জাতীয় স্মৃতিসৌদের বাহিরে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি রক্ষায় আর কোন উদ্যেগ নেই। যারা মহান মুক্তিযুদ্ধ নিজের জীবন উৎসর্গ করেছেন, আমরা কি তাদের নাম একটি স্মৃতিফলকে লিখে রাখার মাধ্যমে তাদের প্রতি আমাদের নুন্যতম শ্রদ্ধবোধটুকু প্রকাশ করতে পারিনা?? আগামী বিশ বছর পর হয়ত মুক্তিযুদ্ধের শহীদদের সঠিক ইতিহাস বা নামও খুজে পাওয়া কঠিন হবে।

তাই এখনই এর জন্য একটি জাতীয় আন্দোলন হওয়া প্রয়োজন। মহান মুক্তিযুদ্ধকেতো আমরা শুধু রাজনীতির লাভক্ষতির বল বানিয়ে ফেলেছি। আশা করছি, যারা বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে যুক্ত তারা এ নিয়ে এগিয়ে আসবেন। শহীদ মুক্তিযুদ্ধাদের স্মৃতি অমর হোক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.