আমাদের কথা খুঁজে নিন

   

"লাদেনের 'চেহারা' নিয়ে এফবিআই কেলেঙ্কারি"



সম্প্রতি জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) ফটোশপ ব্যবহার করে ওসামা বিন লাদেনের একটি পরিবর্তিত চেহারা তৈরি করেছে এবং এফবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, বয়স বাড়ায় লাদেনকে অনেকটা তাদের বানানো ছবিটির মতোই দেখাবে। খবর ম্যাশএবল ডটকমের। জানা গেছে, যুক্তরাষ্ট্রের আনাচে-কানাচে ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষক পোস্টারের মাধ্যমে ছড়িয়েও দেয়া হয়েছে সেই ছবি। এদিকে এরই মধ্যে এক স্প্যানিশ রাজনীতিবিদ দাবি করে বসেছেন, লাদেনের তথাকথিত নতুন ছবিটি তার চেহারার সঙ্গে অনেকখানিই মিলে যায়! বৃটিশ দৈনিক টেলিগ্রাফ একে বলেছে ‘ফেস টেররিজম’। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, রাজনীতিবিদ গ্যাসপার লামেজার্স জানিয়েছেন, নির্বাচনী প্রচারণার জন্য কম্পিউটারের মাধ্যমে তার আসল ছবিটিকে খনিক এডিট করে একটি ছবি তৈরি করা হয়েছিলো।

যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকায় থাকা ‘ওসামা বিন লাদেনের সম্ভাব্য ছবি’র সঙ্গে তার সেই ছবির পার্থক্য খুঁজে বেশ করা মুশকিল বলেই জানিয়েছেন তিনি। এদিকে এই ঘটনা স্বীকার করে নিয়েছে এফবিআই কর্তৃপ। জবাব দিতে গিয়ে বেরিয়ে এসেছে এফবিআই-এর থলের বেড়াল। যিনি লাদেনের সম্ভাব্য ছবিটি তৈরি করেছিলেন, তিনি বলেছেন, ইন্টারনেট থেকেই গ্যাসপারের ছবিটি পেয়েছিলেন তিনি এবং সেটারই কিছুটা পরিবর্তন করে লাদেনের সম্ভাব্য চিত্র হিসেবে চালিয়ে দিয়েছেন। তবে ফরেনসিকের সেই চিত্রকর বলেছেন যে, তিনি জানতেন না ছবিটি স্পেনের কোনো রাজনীতিবিদের।

এছাড়াও এফবিআই কর্তৃক এই ঘটনাকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে উল্লেখ করা হয়েছে। তবে জানা গেছে, এফবিআই-এর মতো গোয়েন্দা সংস্থার এভাবে নেট ঘেঁটে ছবি নিয়ে মোস্ট ওয়ান্টেড পোস্টার তৈরি করে ফেলাকে অনেকেই দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক বলেই মনে করছেন। লিংকঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.