আমাদের কথা খুঁজে নিন

   

আড়িয়ল খাঁ

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

আড়িয়ল খাঁ শাফিক আফতাব................... সদর শহরের কোল ঘেষে কলকল বয়ে যায় আড়িয়ল খাঁ__ নির্জনে নিঃসঙ্গতার ব্যঞ্জনা বাজে তরঙ্গস্রোতে তার__ তবু চলার ঝংকারে তার কত হিল্লোল__ যেন পুলক মাখা : অন্তরীক্ষে চায় সে, তার শরীরে প্রজ্বলতা অগণন কোটি তারার। এমন লাজুক নদী আমি আর দেখিনা কোথাও__ নব বুধূর অবগুণ্ঠনে তার মাথা নোয়া, শাড়ীর ভাঁজে লুকোয় লজ্জা ; দুতীরে শস্যক্ষেত্র, বৃক্ষের সারি, মাঝিদের ভাটিয়ালী আরও : তবু ছলাৎ ছলাৎ বয়ে যায়__ আনন্দ কত তার নবীণ শয্যায়।

জলদস্যুর ভয় ভীত নয় সে, আড়িয়ল ভীত ভূমি দস্যুর __ তার নরম গায়ের প্রান্ত জুড়ে ভরাট আর ভাগাড়ে ভর্তি তার পাড় : চলার ছন্দ তা রুদ্ধে উদ্ধ্যত কেউ__ কেউ নষ্ট করছে জলের টুপুর__ তার দুপাশে ভেজেনা আর বধূর মধুর প্রথম মিলনের শাড়ির পাড়। লাজুক নদী তুমি, অবগুণ্ঠনে ঢেকোনা মুখ, নত করোনা হে শীর তারাই পালাক, উচ্ছেদ হোক, যারা ছিলো তোমাতে জাগীর। বেলাব, আড়িয়াল খাঁর তীর ২৯.০৮.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.