আমাদের কথা খুঁজে নিন

   

অপমানের জন্য ফিরে আসি // কবিতা সিংহ

বাঙলা কবিতা

অপমানের জন্য বার বার ডাকেন ফিরে আসি আমার অপমানের প্রয়োজন আছে ! ডাকেন মুঠোয় মরীচিকা রেখে মুখে বলেন বন্ধুতার ___ বিভূতি ___ আমার মরীচিকার প্রয়োজন আছে। অপমানের জন্য বার বার ডাকেন ফিরে আসি উচ্চৈঃশ্রবা বিদূষক-সভায় শাড়ি স্বভাবতই ফুরিয়ে আসে আমার যে কার্পাসের সাপ্লাই মেলে না। অপমানের জন্য বার বার ডাকেন ফিরে আসি ঝাঁপ খুলে লেলিয়ে দেন কলঙ্কের অজস্র কুক্কুর ___ আমার কলঙ্কের প্রয়োজন আছে ! যুদ্ধরীতি পাল্টানোর কোনও প্রয়োজন নেই তাই করমর্দনের জন্য হাত বাড়াবেন না। আমার করতলে কোনও অভিচিক্কন কোমলতা নেই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.