আমাদের কথা খুঁজে নিন

   

সেইন্ট মার্টিন থেকে বলছি...

"নব্য রাজাকার গোষ্ঠির প্রবেশ নিষেধ"
অনেক দিন ধরে সেইন্ট মার্টিন যাব যাব করে যাওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত আসতে পারলাম। এখন সেইন্ট মার্টিনের একটা হোটেলে। কিছুক্ষন পর পাওয়ার থাকবে না,এখানে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত (ডে লাইট সেভিং টাইম) জেনেরেটর এর সাহায্যে পাওয়ার সাপলাই দেয়া হয়। এনার্জি সেইভিং লাইট আর একটা ফ্যান রুমে।

ভোল্টেজ এত কম, মনে হচ্ছে টর্চ লাইট দিয়ে বাতিটা দেখতে হবে ফ্যানটা ও সেই রকম,,,, এখানে অদ্ভুত ব্যাপার কোন শীত নাই,কেন তা বুঝলাম না,হয়ত বা পানির টেমপেরেচারের জন্য হতে পারে। কারন সমুদ্রের তাপমাত্রাই প্রাধন্য পাওয়ার কথা। দুপুরের খাবার খেলাম ৭০ টাকা দিয়ে,কি যেন এক মাছ ছিল। রাতের খাবার এখনো খাই নাই। বার-বি-কিউ পার্টি আছে পানির সমস্যাও প্রকট।

এখন পর্যন্ত তেমন সমস্যা না হলেও শুনছি যখন তখন পানি চলে যেতে পারে... সমুদ্রের পানি খুন স্বচ্ছ। আকাশের নীল রং পুরটাই রিফেক্ট হয় পানিতে। সন্ধ্যার আগে পর্যন্ত নীল রং এর ছড়াছড়ি আকাশ আর সমুদ্রে। ছেড়া দ্বীপ নামে বিচ্ছিন্ন একটা দ্বীপ আছে সেইন্ট মার্টিনে। ভাটার সময় পায়ে হেটেঁ যাওয়া যায়।

জোয়ারে টলারে যেতে হয়। কাল সকাল সম্ভবত ডে লাইট সেভিং সময় সকাল ৭টায় ভাটা হবে। ঐ সময় ছেড়াঁদ্বিপে হেটেঁ যাওয়ার প্ল্যান আছে... এখনো যেহেতু যাই নাই তাই তেমন কিছু বলতে পারছি না ঐ দ্বীপ সম্পর্কে,তবে শুনছি ওখানে নাকি বিশাল সাইজের পাথর আছে। মনে হচ্ছে আর লেখা সম্ভব হবে না...বেরুব **ছবি গুলো নেট থেকে নেয়া:::নিজের ক্যামরায় তুলা ছবি গুলো আপলোড করতে অনেক সময় লাগবে। পরে হয়তবা সাইজ কমিয়ে ফোটো ব্লগ দিব।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.