আমাদের কথা খুঁজে নিন

   

সেইন্ট মার্টিন - কক্সবাজার ভ্রমন : ১ম পর্ব

যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে। আর যখনই তার ধারণা জন্মে যে, সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। - সক্রেটিস

লেখার প্রথমেই সবার নিকট বিনীত ক্ষমা চেয়ে নিচ্ছি ভাল লিখতে পারি না বলে। ২রা ডিসেম্বার ২০০৯ (বুধবার) : রাত ৯টায় কলাবাগান ডলফিনের সামনে থেকে যাত্রা শুরু করলাম "সেইন্ট মার্টিন সার্ভিস" বাসযোগে টেকনাফের উদ্দ্যেশে । যাত্রার প্রস্তুতি : ঈদের ছুটির কারণে রাস্তায় কোন জ্যাম ছিল না।

মাত্র ১৭ মিনিটেই আমরা কলাবাগান থেকে ফকিরাপুলে এসে পৌছাই এবং রাত্র ১০টায় এখান থেকেই আমাদের যাত্রা শুরু। বাসে উঠার আগে বাসের পাশে : রাত ১২.৩৫ মিনিটে কুমিল্লা বিশ্বরোডে আমাদের যাত্রা বিরতি নুরজাহান নামক রেস্টুরেন্টে। এখান থেকে আবার যাত্রা শুরু রাত ১ টায় এবং একটানা চলা কক্সবাজারের নিকটবর্তী "ইনানী রিসর্ট" পর্যন্ত। হাল্কা নাস্তা এবং রিফেশমেন্টের পর আবার যাত্রা শুরু এবং ভোর ৬.২৫ মিনিটে কক্সবাজার উপস্থিত। এখানে সামান্য যাত্রাবিরতির পর টেকনাফের উদ্দ্যেশে পূনরায় যাত্রা শুরু সকাল ৭.০৫ মিনিটে।

চলতে চলতে সকাল ৯.৩০ মিনিটে পৌছাই টেকনাফে "এল সি টি কুতুবদিয়া" জাহাজের ঘাটে। জাহাজে উঠা দীর্ঘ সারি : ৩রা ডিসেম্বার ২০০৯ (বৃহস্পতিবার) : সকাল ১০ টায় জাহাজ কুতুবদিয়ার যাত্রা শুরু হয় স্বপ্নদ্বীপ - সেইন্ট মার্টিনের উদ্দ্যেশে। জাহাজে যাত্রা হলো শুরু : আজ প্রচন্ড ভীড় ছিল জাহাজে। কপাল ভাল আমরা আগেই রয়েল লাউঞ্জ ক্লাশের টিকিট কেটে রেখেছিলাম। যার ফলে প্রচন্ড ভীড় থাকা সত্বেও আমাদের কোন অসুবিধা হয়নি।

যাত্রাপথে দেখার মত একটা জিনিসই ছিল আর তা হলো আমাদের ডানদিকের দৃশ্য - পুরো মিয়ানমারের সীমান্তজুড়ে কাটাতারের বেড়া : ২য় পর্ব : Click This Link ৩য় পর্ব : Click This Link ৪র্থ পর্ব : Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.