আমাদের কথা খুঁজে নিন

   

সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ !



১৪ ডিসেম্বর, ২০০৯ইং- তারিখের দৈনিক প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রচারিত দু'টি খবরের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি। একটি খবর হলো বন্দরের টাকায় নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং চট্টগ্রামের সাংসদ মঈন উদ্দিন খান বাদল-এর সস্ত্রীক ভারত ভ্রমণ ও আরেকটি খবর হলো শিক্ষকের মাসিক বেতন ১৪৯ টাকা আট আনা। কি চমৎকার ! এদেশে হাভাতের ঘরের নিকৃষ্ট পোলাপানগুলো সাংসদ ও মন্ত্রী হয়ে কিভাবে দেশের কষ্টার্জিত অর্থকে খোলামখুচির মত ব্যয় করে, তার একটা জ্বলন্ত প্রমাণ এটা। এ সমস্ত অপদার্থদের কাছ থেকে এসব অর্থ আদায় করে রাষ্ট্রীয় তহবিলে আনা হলে ভবিষ্যতে আর কোন অপদার্থ এভাবে অর্থের নয়-ছঢ করা থেকে সাবধান হবে নতুবা এই অভ্যাসের বদৌলতে ঐ সব অপদার্থগুলোকেও লাল-ঘরের স্বাদ অবশ্যই নিতে হবে একদিন। একদিকে টাকার এহেন অপচয় অন্যদিকে শিক্ষকদের সাথে এহেন প্রতারণা, এর পরও এরা মানুষ হিসেবে পরিচয় দেয় কি করে ? ঐ অপদার্থ মন্ত্রী ও সাংসদ যে অর্থের অপচয় ঘটিয়েছে, তা তাদের কাছ থেকে আদায় করে ঐ শিক্ষককে দেওয়া হলে অন্ততঃ কিছুটা হলেও পাপক্ষয় হতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.