আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ ব্যাক্তিগত লাম্পট্য; ফেসবুকে উদ্দেশ্যমূলক প্রেমের ছড়া বা সহিত্যচর্চা



তোমার আমার ভালোবাসার শক্ত এমন গিঠ... বুক দিয়েছি যাকে আমি, ক্যামনে দেখাই পিঠ? ২. আমায় বেঁধে নিয়ে চলে তোমার প্রেমের শিকল, আমি তোমায় ছাড়া বিকল। ৩. এক নাটাইয়ে আকাশ ছুঁয়ে, এসো হৃদয় ওড়াই কিংবা চলো এক আগুনে হৃদয় দুটি পোড়াই ৪. আমার হৃদয় জুড়ে এখন তোমার প্রেমের জ্বর আমার পরিনতি জানে, কেবলই ঈশ্বর ৫. তোমার আমার এই যে প্রেমের মানে, কেউ না জানুক খোঁজ পেয়েছি, রবীন্দ্রনাথ জানে ৬. আমি হাজার বছর দাড়িয়ে ছিলাম, খাঁড়া কেউ দিলনা সাড়া ৭. তুমমিয় জীবনে অনিয়ম ধুম তাই আমার এরকম অসময়ে ঘুম ৮. মন তুমি কোন দিকে যাও মন? আমার সাথেই তোমার কেন, এমন প্রহসন? ৯. আমি ভালো থাকতে চেষ্টা করি কতো? হয়না থাকা, খুব বড় জোর থাকি ভালোর মতো। ১০. আমার উপর হায়, বালিকার অবাক প্রতিশোধ বলি তাকে মেঘ হয়ে যাও, সে হয়ে যায় রোধ ১১. আকাশের গায়ে নীল রঙ নেই আকাশের রঙ কালো আমার সকল অগোছালো ১২. তোমার আমার মাঝে কেন এই ধরণের ফারাক? চাইনা আমি এই দুজনের মাঝখানে কেউ দাঁড়াক। ১৩. আমি যখন পড়তে যাবো তারাবি তুই কী মেয়ে বারান্দাতে দাঁড়াবি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।