আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিযোগিতা না মানবতা বর্জনের ঘৃণিত প্রচেষ্টা ?

ফুটফুটে কোমল মতি শিশু প্রবল বেগে ছুটছে ... ... স্বেচ্ছায় নয় তাঁর উচ্চাভিলাষী পিতা কিংবা মাতার দাবড়ানিতে । পাশের বাসার ছেলেটি কিংবা পাশের বেঞ্চের ছেলেটি তাঁর প্রতিযোগী , শীর্ষ স্থানটি তাঁর চাই ই চাই । চাই ই চাই সব চেয়ে বড় পদ তাই যা বলেন দলপতি , ভালো কিংবা মন্দ তাল মিলায় তালে তালে , নাচে একই ছন্দে । চাটুকারিতা আর নির্লজ্জতার চূড়ান্ত বহিঃপ্রকাশ , ভুলে নিজ জ্ঞান ,গরিমা আর বিবেক একটাই চূড়ান্ত লক্ষ্য , শীর্ষ পদ । সব চেয়ে দামি গাড়ি, সব চেয়ে সুন্দর নারী সব অর্থ - সম্পদ, বিলাস , সব চাই কে মরল , কে বঞ্চিত হল কে রইল ক্ষুধার্ত ? তাতে তাঁর কিচ্ছু আসে যায় না এভাবে একদিন সে তাঁর নিজেকে অতিক্রম করে পৌঁছে যায় তাঁর অভীষ্ট লক্ষ্যে তাঁর সব হয় বাড়ি - গাড়ি - নারী সম্পদ- প্রাচুর্য সব তাঁর পর এক দিন যে নিজেকেই অতিক্রম করে মানুষ থেকে দানবে পরিণত হয় সে তাঁর ক্ষুধা তাকেই নিঃস্ব করে সকল মানুষের সাথে প্রতিযোগিতা করে বিজয়ীর মুকুট হাতে নিয়ে যখন আয়নায় নিজেকে দেখে তখন বড় বেশি দেরি হয়ে গেছে । প্রতিযোগিতায় সে নিজেকে ছাড়িয়ে অনুভুতি হীন এক নিকর প্রাণিতে রুপান্তরিত হয়েছে যে শুধু ক্ষুৎ পিপাসার গোলাম মাত্র মানবতা তাঁর থেকে কষ্টে বিদায় হয়েছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।