আমাদের কথা খুঁজে নিন

   

==কোরবানী== সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর হাদিস

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন," যে ব্যক্তি সন্তুষ্ট চিত্তে খাছ নিয়তে কোরবানী করিবে সেই কোরবানী তাহার জন্য দোযখের আগুন হইতে রক্ষক হইবে।" ============================================== হযরত মুহাম্মদ (সাঃ) আরো বলেছেন, " কোরবানীর জানোয়ারকে তোমরা খাওয়াইয়া যত্ন করিয়া খুব মোটা তাজা করিও কেননা উহা তোমাদের পুলসিরাতের পার হওয়ার ছওয়ারী।" ============================================= প্রিয় ব্লগার ভাই-বোনদেরকে সূদুর প্রবাস থেকে অগ্রীম ঈদের শুভেচ্ছা রইল। আমাদের দেশে দুই ঈদের সময় অনেক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়, সবাই অনেক ইনজয় করে থাকে, কিন্ত প্রবাসে দেশের মত ঈদের আনন্দ নেই। কারন সবাই কর্ম নিয়ে ব্যস্ত থাকে। ঈদের দুই-একদিন ছুটিতে বেশীর ভাগ প্রবাসী বাংলাদেশে আত্বীয়-স্বজনদেরকে ফোন করে থাকে। দোয়া করবেন আমরা ও যেন আপনাদের মত আনন্দ করতে পারি। ==============================================

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।