আমাদের কথা খুঁজে নিন

   

কোরবানী

অরুণালোক আমার ভেতর পশু যে ছিলো আজ হলো কোরবানী হে জগৎপতি এ আহুতি করবে কবুল এই জানি। ধূলির দেহে ধূলির মোহে মনের পশুর হোক জবেহ, তোমার প্রেমে হয়নি পাগল কোথায় বলো কে কবে! ইব্রাহীম আর ইসমাঈলের ভেসে আসে দূর বাণী।। তোমার প্রণয় বেজায় কঠিন ক্ষণিক হাসায় কাঁদায় সে, চেনা বেশে দারুণ অচিন প্রণয়ে গোল বাঁধায় সে। -তৈয়ব খানের দিল মানে না ঝরায় চোখে নুন পানি।। (প্রণয় নেশার টানে কাব্যগ্রন্থের অন্তর্গত) আমার গুরু নজরুল বলেছেন- মনের পশুরে কর জবাই পশুও বাঁচে; বাঁচে সবাই।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।