আমাদের কথা খুঁজে নিন

   

অনেক পশু তো কোরবানী হলো কিন্তু আসল আসল পশু কি কোরবানী হয়েছে ?? মনের পশু কি মরেছে ??

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

দেখতে দেখতেই ফুরিয়ে গেল দিনটা । ছোট বেলায় এই দিনগুলোর জন্য ছিল দীর্ঘ অপেক্ষা আর এমন ফুরুৎ করে ঈদ শেষ হয়ে যেত, তাই দিন শেষ হবার আগে মন খারাপ হয়ে যেত । একটু পরেই তো ঈদের দিনটা শেষ হয়ে যাবে !! এই ভেবে বিকেল থেকেই ফুর্তিতে ভাটা পড়ত ।

মনে হতো কেন প্রতিটি দিনই ঈদের দিন নয় । এতো গেল ছোটবেলার ঈদ । বড় বেলায় এসে এই ফুর্তির ঈদ কিংবা উৎসবের ঈদ কেন যেন ম্রিয়মান হয়ে যেতে লাগল । তার থেকে অনেক ভালো সারাদিন ঘুমিয়ে কাটানো । কিন্তু সবসময়ের তুলনায় এবারের ঈদটা কেমন যেন একটি আলাদা !! দেশের অবস্থা নাজুক, দক্ষিণাঞ্চলের এক কোটিরও বেশী মানুষ সিডর আক্রান্ত, সহায়-সম্বলহীন হয়ে পড়েছে সিডরের তাণ্ডবে ।

উত্তারঞ্চল বরাবরের মতোই এবারো মংগার খপ্পরে । প্রতিবছরই এমন সময়ে কাজের অভাবে এ এলাকার মানুষ হয়ে পড়ে বেকার । আয় উপার্জনহীন দিনমজুর মানুষ গুলো দিনের খাবার যোগাতে পারে না । তার মধ্যে বর্তমান সরকারের অদূরদর্শীতায় আর ব্যর্থতায় দেশের সবকিছুই অস্থির । এমন রাজনৈতিক-অর্থনৈতিক ঊভয়সংকটে এদেশের মানুষ খুব কমই পড়েছে ।

তার সাথে যুক্ত হয়েছে প্রাকৃতিক দুযোর্গ । তাই এবারের ঈদ কিছুটা হলে ও অন্য যেকোন সময়ের তুলনায় একটু কম উত্তেজনার হবে সেটাই স্বাভাবিক । কিন্তু সব সম্ভবনাকে বাতিল করে ঈদ তার পুরোনো জৌলশ নিয়েই এলো । প্রতিবছর কোরবানী ঈদ এলেই পত্র-পত্রিকায় টেলিভিশন সংবাদে হিরো মতো আর্বিভূত হয় গরু । অনেকেই দৈত্যাকৃতির গরু গুলো দেখে হাতি বলে বিভ্রান্ত হয় ।

কোরবানীর পশুর এই আকৃতি আর দাম নিয়ে চলে যুদ্ধ, শুরু হয় দরকষাকষি । সবচেয়ে দামী আর বড় কোরবানীর পশুকে কেন্দ্র করে চলে ঈদের আনন্দ । হায়রে মুসুল্লি !!! এবার ভোলার দাম হাকানো হয়েছিল সাড়ে আট লক্ষ, কততে দফারফা হয়েছে , জানিনা । তবে এতোটুকু জানি, কোরবানীর পশু নিয়ে এমন অসুস্থ লড়াই, কোরবানীর নামে লোক দেখানো এই খেলাকে কোরবানী বলা যায় না । বলা যায় স্রেফ পশু হত্যা ।

যে জন্যে কোরবানীর শুরু হয়েছিল, যে উদ্দেশ্যে কোরবানী রীতি চালু হয়েছিল এত করে সেটা ব্যাহত হয় । কেননা, কোরবানীর উদ্দেশ্য স্রেফ পশু হত্যা নয়, কোরবানীর উদ্দেশ্য- বনের পশুরে নয় মনের পশুরে কর জবাই আজ সারাদেশে কয়েক লক্ষ পশু কোরবানী হলো কিন্তু কয়টা মনের পশু কোরবানী হয়েছে ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.