আমাদের কথা খুঁজে নিন

   

কোরবানী



আমি কোরবানির এই প্রথাটা মেনে নিতে পারিনা। আমার ভাল লাগে না এতো রক্ত দেখতে, আমার ভালো লাগেনা এতো গুলো জীবকে একদিনে মেরে ফেলতে। আপনাদের মন্তব্য পড়লাম। আমার এক লাইন লেখার এতো সাড়া পাবো ভাবিনি। সত্যি খুব খুব ভালো লাগে সবার চিন্তা, মত পড়তে।

জানি আল্লাহ আমাদের জন্য পশু কোরবানী হালাল করে দিয়েছে। আমি শুধু বলতে চেয়েছিলাম আমার ভাল লাগে না। ওই সময়ের আর্তনাদ শুনতে। এতো মায়া লাগে চোখের দিকে তাকালে। মনে হয় বলতে চাচ্ছে তোমরা এমন নিষ্ঠুর কেন? বাদ দেই।

আপনারা বলা শুরু করবেন আমি গরুর চোখের ভাষা এতো ভালো করে বুঝি কিভাবে? আসলে ওই সময় মানুষের চোখ দিকে তাকানো যায় না, তাকালে দেখবেন কেমন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে পশু গুলোর দিকে। মনে মনে ভাবে কখন রান্না হবে আর হালুম হালুম করে মাংস খাবে। যাই হোক আমরা সবাই একই দলে। তাই আর না বলাই ভালো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।