আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানীদের ভিসা বন্ধ করে দেয়া হোক ।



"পাকিস্তান" ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান তাদের নিজের দেশ সহ সারা বিশ্বে যে ভাবে আলোড়ন সৃষ্টি করছে, যে কোন সময়ে আমাদের দেশ দূর্ঘটনায় পরতে পারে । আর যার বদনামী ভার বহন করতে হবে, আমাদের দেশেরই । যদি ভারতের মত আমাদের দেশেও তারা এমন ঘটনা ঘটায় তাহলে আমাদের দেশের সঙ্গে বিশ্ব বানিজ্য দূর্বল হয়ে যাবে ,আমাদের টাকার মান অনেকাংশে কমে যাবে । এমনিতেই আমরা বাঙালী হিসেবে বিশ্বের মানদন্ডে অনেক নীচে আবস্হান করছি । আমরা যারা প্রবাসে আছি পদে পদে তা অনুধাবন করতে পারছি ,তাই আমার মতে পাকিস্তানীদের সাথে আমাদের সকল সম্পর্ক ছিন্ন করাই ভাল হবে বলে মনে করি ।

আজ থেকে দুই কিংবা তিন বছরের পেপার পত্রিকা নজরে আনলে দেখা যায় প্রতি তিন/চার মাস অন্তর অন্তর কোন না কোন খারাপ কাজের সঙ্গে পাকিস্তানিরা জড়িয়ে আছেন, আমাদের এই বাংলাদেশে । যার অনেক অনেক সত্যতাও বিদ্যমান, অনেক সময় পাকিস্তানী জনগন আসেন ছাত্র রূপে , আসলে তারা ছাত্র নয় আমার জানা মতে পাকিস্তানী ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে লেখা পড়া করতে বেশী পছন্দ করে ,তবে আমাদের দেশে তারা কি শিখতে আসে, এই প্রশ্ন টুকু রয়েই যায় । আর একটি কথা না বললেই নয় এখনও আমার মায়ের হাতের কব্জির কাল দাগটি আমি দেখতে পাই , সেই পুরনো ইতিহাস ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে আলবদর বাহিনী আমাদের বাড়িতে এসে আমার মার কাছে জানতে চায় , এই তোমারা ভাই কাহা হে ? আমার মা বলে ছিল, জানি না এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মাকে লাঠি দিয়ে আঘাত করে , আমার মা ,মাগো বলে চিৎকার করে, আলবদরের আঘাত আমার মায়ের হাতের কব্জিতে লেগে ফেটে যায় রক্ত শুরু হলে মা চিৎকার করতে থাকে । কিছু হ্মনের জন্য তারা চলে গেল, রাত্রে আবার আসতে পারে এই ভেবে সন্ধার সময় আমাদের পরিবারের সবাই ভারতের মেঘালয়ে রাজ্যে চলে যায় । কেমন জানি আমার মায়ের হাতের দিকে তাকালে এখনও আমার হুহু করে কান্না চলে আসে ,তাই আমি কখনও তাদের হ্মমা করতে পারি না ।

এই ১৯৭১ ছিনিয়ে নিয়েছে আমার এক চাচার জীবন , [ বিস্তারিত পরের পর্বে লিখব ] তাই এই আলবদর জাতের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত বলে আমি মনে করি । Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.