আমাদের কথা খুঁজে নিন

   

দুটি খুঁজে পাওয়া কবিতা



১. তোমাকে হারালে শুধু তোমাকেই হারাবো আর কিছু নয়। শৈশবেও নীল ছিল বোধহীন আকাশ আমার জন্মের আগে থেকে ঢেউ ভাঙে আমার নদী, লাশকাটা ঘরে গলে যায় লাশ। তিন মাইল হেটে গেলে শান্ত ঝিল আর আগাছার বাগান মাকড়সা বুনে যায় স্মৃতিমোহ জাল। শুকে জেনেছি রুমালের ফুলে কোন সুবাস নেই শুধুই ন্যাপথলিনের কড়া গন্ধ। কোন কিছু না হারিয়েও মাঝে মাঝে মাঝরাতে কাঁদেন মা।

শব্দ নিয়ে খেলে বাল্মিকী, আমি ক্ষত্রিয় তোমাকে হারালে শুধু তোমাকেই হারাবো আর কিছু নয়.. ২. মধ্যরাতেও নিভেনা সব ঘরের আলো পথের গাম্ভীর্য্ ভাঙে অনভ্যস্ত নিশাচর। তোমাকে মনে পরে.. মন কেমন করে.. মা বলতেন 'বিষদাঁত থাক বা না থাক সাপ মাত্রই সাপ', মুদ্রার দ্বান্দ্বিক দু'পিঠে বিশ্বাসী আমি- দূরবর্তী দ্বীপে ভেসে যায় বেহুলার পরাজিত ভেলা। (প্রথম কবিতাটি হারিয়ে ফেলেছিলাম। সম্প্রতি পুরানো কাগজ ঘাটতে গিয়ে খুঁজে পেয়েছি। স্মৃতি থেকে লিখে আগে একবার পোস্ট করেছিলাম।

সেখানে বেশ কিছু পংক্তি বাদ পড়ে গিয়েছিলো। এবার পুরোটা পোস্ট করলাম। আর দ্বিতীয় কবিতাটিও একই সময়ে লেখা এবং একইভাবে খুঁজে পাওয়া। সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য। )


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।