আমাদের কথা খুঁজে নিন

   

রিক্সা জানঝটের প্রধান কারন!

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...

ঢাকা শহর থেকে রিক্সা না উঠালে জানঝট নিরসনের কোন ব্যবস্থা নেই। রিক্সা জানঝটের অন্যতম মূল কারন। কোথাও শান্তি নেই। বাজার করতে গেলে রিক্সার জন্য বাজার থেকে বের হওয় যায় না। অফিসে যেতে সময় লাগে ১ ঘন্টার জায়গায় ৩ ঘন্টা।

বাসায় বসে থাকলে টন টন আরো কত সমস্যা। ঘুরতে বের হলে সময় লাগে অনেক। রোগী মারা যায় হাসপাতালে নেওয়ার আগেই। গ্রামের লোক গুলো কোন কথা নেই, এক দৌড়ে ঢাকা চলে আসে আর রিক্সা চালায়। গ্রামে ইচ্ছে করলে কত কিছু করা যায়।

আমার জমিতে কাজ করার জন্য একজন লোক পেতে সময় লাগে ৩ দিন। সব রিক্সা ওয়ালাকে ধরে ধরে গ্রামে- পোল্টি ফামে`, গরুর ফামে`, সবজি ক্ষেতে, বড় বড় খামার করে খামারে, ধান ক্ষেতে, আলু ক্ষেতে, এমনকি বড় বড় গাছের বাগান করে বাগানে কাজে লাগানো উচিৎ। অথবা সরকারী উদ্যেগে দুধের ফাম` করে সেখানেও কাজে লাগানো যায়। বা অন্য কোন ভাবে কাজ দিয়ে অথা`ৎ রিক্সা ওয়ালাদের একটা বিহীত করে ঢাকা শহর থেকে রিক্সা উঠানো উচিৎ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।