আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদ সিম্ফোনি।

ভোরের জলাশয়ে ডুবে থাকা /আত্মপ্রবঞ্চক রোদের কফিন নিয়ে এসেছি /আমার পাঁচ ফুট আট ইঞ্চি দেহের /শেষকৃত্যে চিৎকার করে আবৃত্তি করি /'ঈশ্বর একাকী তাই বিষাদ্গ্রস্থময় /আমি কেন বিষন্ন হবনা'

আজ রাতে মৃত্যুর মত শীতল কিছু শব্দে মুড়ে দিব তোমার শরীর কিছু শান্ত অন্ধকারে ডুবে যেতে যেতে গিটারে মাখিয়ে নিব বিষাদ সিম্ফোনি অন:ন্তর তুমি নেই তুমি নেই হাহাকারের ঠোটে প্রগাঢ় চুম্বনে কেঁদে উঠবে আমাদের অনাগত সন্তান আজ রাতে নীল চুমুর আরকে ডুবিয়ে রাখবো দু'চোখ তোমার আর সহস্রবার মৃত্যু শীৎকারে পৃথিবীর শেষ প্রজাপতির দীর্ঘশ্বাসকে ঝুলিয়ে রাখবো হিমিকার দোলনায়। আজ রাতে তোমার শরীরেই ...লিখে যাব সকল কবিতা আমার! বালিকা, হে প্রেমময়ী ঈশ্বর আমার! তোমার চোখের ভাঁজে ভাঁজে যে সকল নৃত্য ঘুমিয়ে আছে তার অগ্রন্থিত মুদ্রার বুকে আমি বসাবো আরেকটি বিষাদ মুদ্রা তোমার শরীরেই লিখে যাব সকল কবিতা আমার, সকল আর্ত প্রার্থনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।