আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সবচেয়ে কঠিন যুক্তি ধাঁধা

তবু সে তো স্বপ্ন নয়, সব-চেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়

তিনজন সাধু পাশাপাশি বসে আছেন। একজন সব সময় সত্যি কথা বলেন। একজন সবসময় মিথ্যা বলেন। তৃতীয় জন খেয়ালখুশী মত সত্য বা মিথ্যা বলেন। এঁরা বাংলা বোঝেন।

কিন্তু সাধু তো, তাই নিজেদের ভাষায় উত্তর দেন। হয় "দা", নয় "জা"। এর একটার মানে "হ্যাঁ", অন্যটা বোঝায় "না"। মাত্র তিনটি প্রশ্ন করে (একজনকে একাধিক হতে পারে) তার উত্তর থেকে বার করতে হবে কে সদা সত্য বলেন, কে মিথ্যুক, কে খেয়ালী, এবং "দা' আর "জা" কোনটা কি ? একটি প্রশ্নের উত্তরের ওপর পরের প্রশ্ন নির্ভর করতে পারে। এই সমস্যাটার সমাধান দিয়েছেন আমেরিকান দার্শনিক ও যুক্তিবিদ জর্জ বোলোস।

প্রথম প্রকাশিত হয়েছিল ইতালীর প্রখ্যাত সংবাদপত্র 'লা রেপুব্লিকা'তে (১৯৯৬)। এর সমাধান অন্তর্জালে পাওয়া যাবে। কিন্তু নিজেরা আগে চেষ্টা করে দেখতে পারেন। ক্লুঃ প্রশ্নগুলো জটিল। 'অন্যজনকে জিজ্ঞেস করলে কি উত্তর দেবে' এত সোজা নয়।

এবং/অথবা দিয়ে মিশ্রিত বিভিন্ন অংশক আছে একই প্রশ্নে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.