আমাদের কথা খুঁজে নিন

   

সচেতনতা



পাবলিক বাসে চড়ার সময় প্রায়ই দেখাযায় সংরক্ষিত মহিলা, শিশু ও বধির সিটগুলিতে ভদ্রতার মুখোশ পড়া অভদ্র লোকগুলি বসে থাকে অথছ মহিলাগন গেজা গেজি করে দাড়িয়ে থাকে। এই বিয়টা আমার চোখে পরলে কখা না বলে থাকতে পারি না। ভদ্রভাবে সুন্দর ভাবে লেখাটা দেখিয়ে বলার পরও আনেক সময় দেখাযায় অডদ্র লোকগুলি দাড়িয়ে থাকা মহিলাদের জন্য সিট খালি করতে চায় না। এই অভদ্রতা আর বরবরতা দেখে নিজেই লজ্জায় পরে যাই। দেশকে ভালবাসলে বতর্মান অবহ্থা থেকে দেশকে আবশ্যই বদলাতে হবে।

আর এই প্রত্যয় নিয়ে এগিয়ে চললে সবচেয়ে বেশী প্রয়োজন নিজেকে এবং নিজের বদ সভাব গুলো বদলানো এবং সাথে সাথে অন্যকেও বদলাতে সাহায্য করা। আর এইরকম খুটিনাটি বদ সভাব গুলি ধরিয়ে দিতে পারলেই আমি এবং আমরা খুবসহজেই পরিবর্তিত হয়ে যেতে পারব। পাঠক গন আসুন আমরা এখনই নিজে নিজে পণ করি যে "এখন থেকে আমি আমার জানামতে এমন ভূল আর করব না না না, এতে আমার যতকষ্টই হোকনা কেন এমন খুটিনাটি ভুলের কাছে মাথা নত করব না এবং পাশাপাশি অন্যকেও মেনে চলার জন্যে এমন খুটিনাটি ভুলগুলি ধরিয়ে দেব"। এইভাবেই এই দেশ একদিন সত্যিকারের সোঁনার বাংলাদেশ হয়ে পৃথিবীর বুকে মাথা উচুঁ দাড়িয়ে যাবে, আর তখনই ৭১ এ মা বোনদের হারানো ইজ্জতের মুল্য ফিরে পাওয়া যাবে। ফিরে পাওয়া যাবে ৩০ লক্ষ্য শহীদের রক্তের মুল্য।

। ধন্যবাদ এতক্ষন আমার সাথে থাকার জন্য। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।