আমাদের কথা খুঁজে নিন

   

গতিময় স্থির আবর্তে ‘ভুল’-এর প্রবন্ধ

করণিক: আখতার২৩৯

গতিময় স্থির আবর্তে ‘ভুল’-এর প্রবন্ধ ভুল ক’রে গ্যাছে বারবার, -আমাদের বিশিষ্ট হার্মেসিস, -আমাদের বিগত বর্তমান,- --যে ভুলের কারণে ভুগেছিলো মিসরবাসী ॥ যদি তাকে আবারো জাগিয়ে দেওয়া হয় নির্ভুল নির্দেশসহ,- যা’ কিনা আগেও দেওয়া হয়েছিলো তাকে; -আবারো সে ভুলে যাবে, -নির্দেশগুলো ভুলে যাবে নিমেষে। এবং আবারো ‘স্বীয় চেতনায় বর্তমানে’ চলমান সে সেই ভুলই করবে হার্মেসিস, -আর ভুগবে মিসরবাসী ॥ আবারো নকশা ধ’রে ধ’রে বাদুরকালো অন্ধকার অগ্রাহ্য ক’রে বোঁটকা শুকনো বাসি অন্ধকার ভেদ ক’রে নির্ভিক হার্মেসিস পায়ে পায়ে এগিয়ে যাবে, -পৌঁছুবে নকশাচিহ্নিত সংরক্ষিত মমীটার কাছে; --মমীটার বুক ফেড়ে মূল্যবান রত্ন বের ক’রে ভরাবে ক্লিওপেট্রার পেতে ধরা শূন্য-আঁচল, -আর, - -নিমেষেই ভুলে যাবে দীক্ষাগুরুদেরকে দেওয়া অঙ্গীকার। ‘এ্যান্টনি আকৃষ্ট’ ক্লিওপেট্রাকে পাবার আশায় বেগার খাটুনি-ই হবে সার ॥ জীবন-সমান ভুলের খেসারতে ব্যস্ত হার্মেসিসকে, অর্থাৎ, -আমাদের নিত্যাগত বর্তমান হার্মেসিসকে খা যাচ্ছে সাবেক নাটকীয় কর্মকাণ্ডে ধন্য। সকল সমকালে, -স্বতন্ত্র সহজাত বৈশিষ্ট্যে প্রত্যেক হার্মেসিস অনন্য ॥ ‘সাবধান! হার্মেসিস সাবধান!! -সম্মুখে সীমাহীন প্রবঞ্চনা!!!’- --নেপথ্য চিরে ভেসে আসা সতর্কবাণী সফলতা পায় না; --মুখোমুখি দাঁড়ানো ক্লিওপেট্রা, --মোহমুগ্ধ হার্মেসিস হারায় নিশানা। আবারো জাগিয়ে দেওয়া হ’লে,- -নিখুঁত ছকে বাঁধা হার্মেসিসের ভুল আর অসচেতন নাগরিকের ভোগান্তি দেখা যাবে। -জীবন-নাট্যের আমুদে দর্শকেরা দেখবে আর আনন্দ পাবে। --নিরপেক্ষ নির্বাক দর্শকেরা নির্ভেজাল নির্দোষ আনন্দ পাবে ॥ কৌতূহলী দর্শক, -পরমানন্দে মিশে যায়নি যারা, -তাদের জিজ্ঞাসা, -অর্থাৎ, -সমকালে বর্তমান দর্শকের সাধারণ জিজ্ঞাসা,-- --‘এক-ই ‘ভুল’-এর চলচ্চিত্র ক্যানো দেখতে হয় বার বার!?’ --জবাব পাবার আশায়, -আমার সমান বেকুবের মতো প্রশ্ন ছুড়ে ফ্যালফ্যালে চেয়ে থাকি, -জবাব আসে না; --আশপাশ থেকে আসে সন্দেহমাখা চাহনি আর রহস্যময় হাসি। --জবাব না-পেয়েও আনাড়ি দর্শক আমি, --না-বুঝেও হাসি ॥ যেখানেই গ্যাছি, -সঙ্গে ছিলো প্রশ্নটা, -পারিনি তাড়াতে,- --চেষ্টা ক’রেও পারিনি তাড়াতে, --অগত্যা আমাকে চেষ্টা ছাড়তে হ’লো নাকি জীবিকাস্রোতের পাকে তলিয়ে গ্যালো জিজ্ঞাসাটা, -তা’ নিয়ে ভেবেছি কি-না, --স্মরণে আসে না ॥ অবশেষে, -নেপথ্যের একধাপ আড়াল থেকে নিঃশব্দ-বিস্ফোরণে, -জানি না কখন জবাব এলো ! -যেন শোনা গ্যালো নিজ-কানে, -“-‘হার্মেসিসের ভুল’ই হ’চ্ছে, -মহাজগতের গতি,- -অথবা, -এ-জগতের প্রাণ-ই হ’চ্ছে, -হার্মেসিসের ভুল,- যে’ ভুল না-থাকলে মানুষ থেমে যাবে শান্তিতে। -প্রবাহমান সময় জমাট বাঁধবে মহাকালের শিরা ধমনীতে ॥” বাহুল্য প্রশ্নটা আজ আর জ্বালাতন করে না; -- -বরং, -যখন দেখি, কোনো জনপদের পাশে শুয়ে কিম্বা ব’সে কিম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ একান্তে মনখুলে হাসে; -আমার বুঝতে অসুবিধা হয় না যে, -ভুলোমন হার্মেসিসদের ভুলের বহর দেখে দেখে দরুণ মজা পাচ্ছে সে ॥ -‘ভুলের মাশুল গুণতে ব্যস্ত হার্মেসিস পায় না বিশ্রাম নিদ্রায় জাগরণে; -পায় না সে আনন্দিত দর্শকের সারিতে দাঁড়াবার অবসর।’- তাকে দেখে মহাজগৎনাট্যের কোনো মোহিত দর্শক হাসতে হাসতে উন্মাদ হ’য়ে যাক্, -কখনো কাম্য নয়; -সমান কারণে কৌতুকপূর্ণ কোনো জিজ্ঞাসা যেমন,- --‘আত্মভোলা হার্মেসিসের কীর্তিকলাপ-ই কি তবে! --বন্ধু তোমাকে--!! --থামাও হাসি, -জবাব দাও,- বন্ধু, -তোমার ঐ হাসির কারণ?’ -বাহুল্য বিদ্ঘুটে প্রশ্নটা যেন ছোড়াই হয় না হাস্যরত ঐ বন্ধুকে, -বরং,- --‘হার্মেসিসের ভুলে হার্মেসিস অপরাধী কি না!?’-- --সকল সমকালে জনপদের অবাক ঐ দর্শক বন্ধুর আজগুবি প্রশ্নখানা বন্ধুর কাছে করে জবাব প্রার্থনা ॥ -- (১৯৮৪-২০০১)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.