আমাদের কথা খুঁজে নিন

   

গতিময় বয়ে যাব উদাসীন পথে

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

১ আমার কষ্টের ভাঁজে ভাঁজে সুখের ছোঁয়া ধূসর গাঙ্গের চরে, অবাক জ্যোৎস্নাধোয়া শীতল আগুন বুকে জ্বলে শিখি নষ্ট হওয়া। তোমার কথা ভেবে শিহরিত হই যদি তুমি আস ফিরে তাই জেগে রই। একাকি পথিক হাটি একলা পথে কেউতো আসেনা আমার হাত ধরে সাথে কষ্টে পোড়াতে গিয়ে দিলে কত সুখ সেই সুখে অঝরে ঝরে আমার দু'চোখ। দখিনা বাতাস বয় মলয় হাওয়া পথে পথে হলো সখি যা কিছু পাওয়া তাই আমি ভালোবেসে মুঠোভরে সাথে গতিময় বয়ে যাব উদাসীন পথে। একটু রেষ্ট নেন। প্রথমটা ভুইলা যান।নতুন মুডে শুরু করেন।এইটা পুরা উল্টা তাই একটু ফাঁক ২ ঠিক এইভাবেই হাতে হাত রেখে হেঁটে যাব উদয়াচল থেকে অস্তাচল এই পথ ধরে যতদূর দেখা যায় সামনে সুদূর অনন্তপথ ঠিক এইভাবেই পাড়ি দেব জমাট বিকেল নীল আকাশ মেঘ রোদ্দুর পাশাপাশি হাতে হাত রেখে চারচোখে খুঁজে নেব এক পৃথিবী রেখে চোখেতে চোখ দেব চা'য়েতে চুমুক মিষ্টি হাসি রাশি রাশি এইতো জীবন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.