আমাদের কথা খুঁজে নিন

   

কৃতজ্ঞতাবোধ মানুষের একটি মহৎ গুণ

সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............

কৃতজ্ঞতাবোধ মানুষের একটি মহৎ গুণঃ আমরা জানি, কৃতজ্ঞ শব্দের অর্থ উপকারীর উপকার স্বীকার করা, অকৃতজ্ঞ শব্দের অর্থ উপকারীর উপকার অস্বীকার করা আর কৃতঘœ শব্দের অর্থ উপকারীর ক্ষতি করা। সমাজ ও পারিবারিক জীবনে এই তাৎপর্যময় শব্দ তিনটির আর্বতে আমরা ঘুরপাক খাচ্ছি। পবিত্র কোরান এ মহান আল্লাহ বলেছেন, "আমি অকৃতজ্ঞ ব্যতীত আর কাউকে শাস্তি দিই না"। বড়োই পরিতাপের বিষয় যে, সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের ভালোমন্দ, সত্য-মিথ্যা, তফাত করায় জ্ঞান থাকার পরও মানুষ অকারণে একে অন্যের প্রতি অকৃতজ্ঞ আচরণ করে, উপকারীর ক্ষতি করে। অথচ কৃতজ্ঞতাসুলভ সুন্দর আচরণের মাধ্যমে অতিসহজে একজন মানুষ অন্য একজন মানুষের প্রিয়ভাজন হতে পারে, আপন হতে পারে।

কেউ কেউ কৃতজ্ঞতাবোধকে ছোট হয়ে যাওয়া বা তোষামোদি মনে করে ভুল করে থাকে। কেউ সামান্যতম উপকার করলেও সে কথাটি স্মরণ রেখে উপকারকারীর অগোচরে সেটার প্রশংসা করলে স্বাভাবিকভাবে একে অন্যের দেখাদেখি অন্য লোকেরাও পরস্পরের উপকার ও ভালো কাজ করতে অনুপ্রাণিত হবে। অথচ জীবন চলার পথে মানুষ এ সামান্য সৌজন্য বোধটুকু দেখাতে, মৌখিক স্বীকৃতি টুকু দিতে কার্পণ্য বোধকরে, যা চরম হীনমন্যতারই বহিঃপ্রকাশ। একজন নিঃস্বার্থ উপকারী লোক যখন উপকারভোগীর কাছ থেকে মৌখিক স্বীকৃতি সূচক ধন্যবাদ শব্দটিও পায় না, তখন স্বাভাবিকভাবে আহতবোধ করে। পক্ষান্তরে যদি উপকারভোগী স্বীকৃতির বিপরীতে উপকারকারীর ক্ষতি করার চেষ্টা করে, তখন তা বড়োই পীড়াদায়ক হয়, যার কারণে মানুষ ইচ্ছা ও সামর্থ্য থাকলেও আর কারো উপকার করার উৎসাহ দেখায় না।

এতে একের আচরণে বহু লোকের ক্ষতি হয় এবং সামাজিক ও মানবিক দায়িত্ববোধ নষ্ট হয়ে যায়। নির্বোধ পশু-পাখিরা পর্যন্ত তার প্রতিপালক বা মনিবের প্রতি যেখানে কৃতজ্ঞ, সেখানে সৃষ্টির সেরা জীব মানুষ কেন অকৃতজ্ঞ হয় তা বড় আশ্চর্যজনক বটে। একমাত্র অকৃতজ্ঞতার কারণে কতো পরিবার ভেঙে যাচ্ছে, কতো সমাজ, জাতি ও সভ্যতা ধ্বংস হয়েছে তার প্রমাণ ইতিহাসে আছে। আসুন সুন্দর সমাজজীবনের আশায় আমরা নিজেরা পরস্পর পরস্পরের প্রতি সুন্দর আচরণ করি। এতে পারিবারিক ও সামাজিক জীবন সুন্দর হওয়াসহ মানসিক শান্তি পাওয়া যাবে।

মনে রাখবেন, অকৃতজ্ঞতার আঘাত বা আচরণ মানুষ সহজে ভুলতে পারে না। আমার এক খৃষ্টান বন্ধুকে দেখেছি এক গ্লাস পানি পান করতে দিলেও ধন্যবাদ শব্দটি উচ্চারণ করতে। কৃতজ্ঞতা প্রকাশের উপস্থিত প্রকাশ ধন্যবাদ। ভালো কাজকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করলে অন্যেরাও ভালো কাজ করবে, এটাই স্বাভাবিক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।