আমাদের কথা খুঁজে নিন

   

কৃতজ্ঞতাবোধ (সম্ভবত) খুব একটা খারাপ জিনিস না

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

শুভ নববর্ষ৷ সামহোয়্যারের ইনের নতুন উত্‍সব উত্‍সব ভাবওয়ালা ডিজাইনের ইন্টারফেস দেখে ভালোই লাগলো৷ ব্যানারের ডিজাইনা দৃষ্টিনন্দন৷ বিজয় ব্যবহারে অভ্যস্ত আমার কাছে ইউনিকোড একটু অসুবিধার হলেও লংটার্মে ইন্টারনেটে বাংলা ভাষার অবস্থান, সার্চ ইঞ্জিন ইন্ডেক্স ইত্যাদি সব মিলিয়ে ইউনিকোডের বিকল্প নেই এবং এই পরিবর্তনটা স্বাগতম৷ অনেকেই দেখলাম হালকা বিরক্ত, হতাশ, সামহোয়্যার এইটা কি করলো টাইপের মনোভাব প্রকাশে ব্যস্ত৷ এইটা সামহোয়্যারের ব্যবহারকারী আমাদের জন্য নতুন কিছু না৷ প্রায়শই নানান ব্যবহারকারীর নানান অভিযোগ এবং সেইটা স্বাভাবিক৷ কিন্তু আমার যেটা কথা সেইটা হলো: সামহোয়্যার ইনের লেখক, পাঠক এবং অংশগ্রহনকারী হিসেবে যদি আমরা ভেবে নেই যে এই সাইটটি এবং এর আনুষাঙ্গিক যাবতীয় সুযোগসুবিধা তৈরী করে দিয়ে সামহোয়্যার কতৃপক্ষ খুব আমাদের কাছে দায়গ্রস্থ তাইলে মনে হয় ব্যাপারটা ঠিক হচ্ছে না৷ মনে হয় না তারা আমাদের একটা যোগাযোগের মাধ্যম খুলে দিয়ে নিজেরা খুব ফেসে গেছেন টাইপের ভাবনায় আক্রান্ত হবে বা হওয়া উচিত৷ এই সাইটটি বিনামূল্যে চমত্‍কার একটা ইন্টারফেস সাপোর্ট দিয়ে যাচ্ছে৷ বিভিন্ন সময়ে ব্যবহারকারীদের সুবিধার জন্য বিভিন্ন ফিচার টুকটাক যোগ হচ্ছে৷ হ্যা, অনেক অসুবিধা এখনও আছে যেগুলো হয়তো কাটানো গেলে অনেকেই খুশি হতেন; কিন্তু সাইটটিতে যথেষ্ট পরিমার্জন ঘটানো হয়েছে এর প্রথম দিককার অবস্থার থেকে৷ যে অসম্ভব সম্ভাবনার যায়গাটা খুলে দিয়েছে সামহোয়্যার ইন সে সফলতার তুলনায় এর দূর্বলতাগুলো আমার মনে হয় না খুব অসহ্যকর৷ সামহোয়্যার না থাকলে এখানকার সিংহভাগ মানুষই হয়তো অনেক মত প্রকাশের, অন্যকে জানার, অন্যের ভাবনার সাথে এই যে মিথস্ক্রিয়া সেইটা থেকে বঞ্চিতই থাকতেন৷ হ্যা বাংলায় ব্লগ খোলা হতো৷ ব্লগস্পটে সেই সুবিধা আছে৷ একা একা লিখবেন, একা একা একজন দুইজন দশজন গিয়ে হয়তো পড়তো৷ আবার কেউই পড়তো না৷ দুটো পাচটা ব্লগ খুলে একসময়ে লেখাই বাদ দিয়ে দেওয়ার প্রবণতাও প্রচুর দেখা যায় ব্লগ স্পট বা ওয়ার্ড প্রেসে৷ সেই জায়গার সাথে সামহোয়্যার এতটাই আলাদা, এতটাই এর কমিউনিটি ব্লগিংএর আকর্ষণ যে তুলনা দিলে এর টান অনেক এগিয়ে৷ এই সব মিলিয়ে আমি তো মনে করি না সামহোয়্যার কতৃপক্ষ আমাদের কাছে খুব দায়গ্রস্থ বা চরম ভিলেন হিসেবে একটা কাঠ গরায় দাড় করানোর মতো কেউ৷ যারা নতুন পরিবর্তনে নেতিবাচক মনোভাব এবং সমালোচনা প্রকাশ করেছেন তাদের প্রত্যেকের মতামতকে শ্রদ্ধা জানিয়েই বলছি যে কৃতজ্ঞতাবোধ সম্ভবত খুব একটা খারাপ জিনিস না৷ সামহোয়্যার আজকে যেখানে দাড়িয়ে আজ থেকে ১ বছর পরে সেই জায়গায় থাকবে না৷ এমনকি ৬ মাস পরেও হয়তো না৷ এটা সমৃদ্ধ হবে, আপনাদের মাধ্যমেই হবে৷ সেই সমৃদ্ধির জন্য একগুচ্ছ সুযোগ সুবিধাই সব কিছুর মাপকাঠি ধরলে বোকামী হবে৷ আমার মনে হয় সামহোয়্যার ইনের একজন ব্যবহারকারী হিসেবে এর সব ধরনের নতুন আয়োজনকে, পরিবর্তনকে (সেইটা যত ছোটই হোক না কেন) বোধ হয় স্বাগত জানানোই যায়৷ হাজার হইলেও, কৃতজ্ঞতাবোধ খুব একটা খারাপ জিনিস না৷ কৃতজ্ঞতা সামহোয়্যার ইন এন্ড টিম৷ সবাইকে নতুন বাংলা বছরের নিরন্তর ভালোবাসা৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।