আমাদের কথা খুঁজে নিন

   

পরকীয়া বাঁশী


কৃষ্ণের বাঁশী আমার হাতে বাঁশীতে পরকীয়া সুর পাতকুয়োয় আচমকা ঢিল, ঢেউয়ের হিল্লোল সুরের মূর্ছনায় আবেশিত মন বাঁশীর সুর কাটানো যে দায়! রাঁধার কি সাধ্যি করে অগ্রাহ্য কৃষ্ণেরবাঁশী!! কৃষ্ঞের বাঁশীতে পরকীয়া সুর পাতকুয়োয় আচমকা ঢিল, ঢেউয়ের হিল্লোল - প্রেমের পরশে সযত্নে সাজানো একজন প্রথিতযশা হুমাযুনের মায়াবী সংসার সহসা হয়ে পড়ে তাসের ঘর তিলে তিলে গড়া লেখক খ্যাতি, সমাজ-সম্মান মধ্যবিত্ত স্বভাব-সংস্কার পিয়তমা জায়া, রামধনু থেকে এনেছিল প্রেমের আবীর বাপ সোহাগী কন্যাদের আকুল আর্তনাদ বাঁশীর সুরে ভেসে যায়, ভেসে যায় কোন সুদুরে ..... কন্যা সখী শাওনের হাত ধরে অত:পর প্রেম বজরায় দোল খায় প্রেমাতুর হুমায়ুন। বাঁশীটি কার হাতে ছিল? প্রৌঢ় হুমায়ুনের না কিশোরী শাওনের? কে জানে..... কৃষ্ঞের বাঁশীতে পরকীয়া সুর পাতকুয়োয় আচমকা ঢিল, ঢেউয়ের হিল্লোল - পরকীয়ায় কুপোকাত শুধুই কি হুমায়ুন? বাকিংহাম প্যালেসের সেই রাজকুমার মার্কিন মূলকের কিংবদন্তী প্রেসিডেন্ট ক্লিনটন ইতালির ভাগ্যবিধাতা র্বালুসকোনি কে না হয়েছে পরকীয়ায় নতজানু রাজা ইদিপাস। কৃষ্ঞের বাঁশী আমার হাতে বাঁশীতে পরকীয়া সুর পাতকুয়োয় আচমকা ঢিল, ঢেউয়ের হিল্লোল- এখনো তোমার শোণিতে উদ্বেলিত কামরেণু সংগোপণে চলে হরমোনের খেলা – মনকে যতোই প্রবোধ দাও সুরালায়িত সুরে ‘বাঁশী শুনে আর কাজ নেই, ও যে ডাকাতিয়া বাঁশী’, বাঁশীর সুরে উতালা তো তোমায় হতেই হবে ! রাঁধার কি সাধ্যি করে অগ্রাহ্য কৃষ্ঞের বাঁশী!! শিল্পিত কারুকলায় তোমার সাজানো সংসার আকাশ ছোঁয়া স্বপ্নের ফ্ল্যাট, টবে সযত্ন ফুলের বাগান লকারে লুকানো হিরে-জহরত, মন্ত্রপড়া জীবন সঙ্গী সহসাই হয়ে যাবে অনর্থ-অসার । সবশেষে প্রথিতযশা হুমায়ুনের মতোই প্রেম বজরায় দোল খাব তুমি আর আমি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।