আমাদের কথা খুঁজে নিন

   

আইসিএল এবং একজন তামিম ......

বৃষ্টি যেরকম আসতে আসতে ফিরে যায়..তেমনি বৃষ্টির মতো আমিও ফিরেছি বহুবার...

আফতাব,অলক,নাফীসদের টাকার জন্য আইপিএল খেলাকে যদি অন্যায় বলেন,তবে এবারের দলবদলে তামিমের অবস্থানকে কি বলবেন?? ....................................কোন দলে খেলছে সেটা বড় কথা নয়,খেলোয়াড়দের টাকা প্রয়োজন এটাও সমস্যা না,সমস্যা হলো আমি একটা মেয়েকে বিয়ে করব বলে কথা দিলাম,কিন্তু তার থেকে সুন্দর আরেকটি মেয়েকে বিয়ের প্রস্তাব পেয়ে আগের মেয়েকে কি না করে দেবো ?? এটা কি স্বাভাবিক ভদ্রতা ? বিষয়টি অপরাধ হয়ত নয় কিন্তু নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে..........তাই নয় কি ? এই তামিম কিন্তু একই অপরাধ করেছ গতবার মোহামেডান এর সাথে....সুতরাং আগামীবার আবার কার সাথে করে সেটাই দেখার বিষয়......... তবে আমার ব্যক্তিগত অভিমত হলো,১৫ লাখ টাকা থেকে তামিম ২০ লাখ টাকায় প্রমোশন পেলেও বেশ কিছু সমস্যায় তাকে পড়তে হতে পারে........কারণ কেউ স্বীকার করুক আর নাই করুক আবাহনী এবং আওয়ামী লীগ একই পরিবার....মোহামেডান এবং বিএনপি একইভাবে.......... সুতরাং আবাহনী ছাড়ায় তামিম যেসব সমস্যায় পড়বে- ১. তার কারণে তার চাচা আকরাম খানকে আর নির্বাচক হিসেবে দেখা নাও যেতে পারে. ২.৫/৬ ম্যাচ খারাপ খেললেই জাতীয় দলে অনিয়মিত হয়ে যেতে হবে তামিমকে. ৩.আইপিএল এর ক্রিকেট বোর্ড যে খেলোয়াড় তালিকা পাঠাবে সেখানে তামিমের নাম নাও থাকতে পারে. ৪.মাঠে আবাহনীর মারমুখী সমর্থকদের হাতে লাঞ্চিত হতে পারেন তিনি. ৫.এই অপরাধে তার ভাই নাফিসের জাতীয় দলে সুযোগ পাওয়া অনিশ্চিত হবে ভবিষ্যতে.. ৬.বর্তমান ক্রিকেট বোর্ডের সাথে অন্ততঃ আগামী চার বছর তামিমের স্বাভাবিক সম্পর্ক থাকবেনা..... ৭.ওর কারণে আকরাম খান যদি আবাহনীতে অবহেলিত হন তবে চাচা-ভাতিজা সম্পর্কও অবনতি হতে পারে---- অর্থাৎ ৫ লাখ বেশি পাওয়ার বিনিময়ে তামিমকে হারাতে হবে অনেক কিছুই.....আবার এর কিছুই না হতেও পারে........ কিন্তু ভবিষ্যতে ওরে আর কোন দল বিশ্বাস করবেনা........ পাঁচ লাখ টাকার ক্ষতি বোধহয় তামিমকে ভালো ভাবেই পোষাতে হবে.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.