আমাদের কথা খুঁজে নিন

   

আইসিএল কি জাহান্নামের মাঠের কোন খেলা নাকি যে এত জঘন্য বিশেষণ খেলোয়াড়দের জন্য।

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

আইসিএল কি জাহান্নামের মাঠে কোন খেলা নাকি, আইসিএল কি কোন আন্ডার ওয়াল্ল্র্ডের গোপন খেলা....যেখানে খেললেই পাপী অচ্ছুৎ হয়ে যাবে খেলোয়াড় রা। মোটেই তা না। যে খেলার জন্য এত আড়ম্বর আয়োজন, অ্যাডভার্টাইজ, ব্যাপক প্রচার, এত উৎসাহ, অর্থ লগনি প্রকাশ্যে....সে খেলা কোন অচ্ছুৎ খেলা হতেই পারেনা। তাহলে আইসিসি এটাকে পরিত্যাগের জন্য বলত। তাও শালার আইসিসি বলে নাই।

আবার নাকি অনুমিতও দেয়নাই। আমাগো পাড়ার মাঠে একবার টুর্ণামেন্টে ফাইনাল খেলায় বেশ ক'জন জাতীয় খেলোয়াড় খেলতে আসল, বুলবুল ভাইও ...ঐ খেলার কোন আইসিসি অনুমোদন ছিলনা, থাকেও না, এবং খেলোয়াড়রা নিশ্চয় কোন অনুমতি নিয়া ও আসেনাই। জাতীয় খেলার অবসরের ফাঁকে খ্যাপ মাইরা গেছে মহল্লায়। দেশের সোনার ছেলেরা সেখানে খেলবে, একটা চার মারলেও বাংলাদেশর খেলোয়াড়ের সুনাম প্রকারান্তরে দেশেরই সুনাম। যে অর্থ তারা আয় করেব সে তো দেশেই আসেব ফিরে.....রাজনীতিবীদ আর ব্যবসায়ী আর আমলাদের অনেকের মত তো সুইস ব্যাংকে পাঠাবে না।

বুড়ো দামড়া খেলোয়ারগুলো চান্স পায়নাই, সব বিগড়ে গেছে, কি তেজ...নিজেরা হাজার টা অন্যায় কইরা বইসা আছে...একজন তো নির্বাচক কিমিটির সদস্য হইয়াও কোয়াব এর কর্ণধার.....হইলো। যেখানে ফিকার নিষেধই আছে। শ্রীলংকার মতো দেশে যেখানে খেলায়াড়দের অভাবই নাই, হেরাও এত বড় জঘন্য শাস্তি দেয়নাই। জাতীয় দল থেক বাদ দিয়েছে মাত্র ( সেটাতেও আমার প্রশ্ন?) আইসি সি কে স্পষ্ট করে কথা বলা উচিৎ ...আইসিএল সম্পর্কে। হয় এই সব ধুনফুন চলবেনা, না হয় আইসিএল চলবেনা, না হয় অন্যান্য সব লীগের মত যে কেউ এখানে খেলতে পারবে।

আইসিসি নিরব কেনো,,,,,আর আমারদের বিসবি এত উচ্চ স্বরে স্বরব কেনো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.