আমাদের কথা খুঁজে নিন

   

আইসিএল জুজুঃ আবারো সেই সাপ্লাই ডিমান্ডের খেল?

স্রোতহীন পুকরে দুরন্ত ছেলের ঝাঁপ

সকালে খবরের কাগজ খুলেই মনে পড়লো সেই পুরনো প্রবাদ বাক্য " খিদে পেলে প্রেম জানালা দিয়ে পালিয়ে যায়। " পড়তে হয়তো হবে দেশপ্রেম। কিন্তূ সাথে সাথেই আবার মনে পড়ল, এদেরই বা কি দোষ। এতো সোজা সাপ্টা ইকোনোমিক্স। আমার দেশের ক্রিকেট বোর্‌ড যেখানে সুযোগ বানাতে অদক্ষতার পরিচয় দিয়েই যাচ্ছে এবং এই প্রতিভারা যেখানে ভালো সুযোগ (আরথিক ভাবেও) পাচ্ছে, সেখানে কে এদের আটকাবে।

এত চেচামেচি হয়েছে ব্রেন ড্রেন নিয়ে, তাতে কি আমাদের অদম্য প্রতিভা দের আটকে রাখা গেছে, যাবেই বা কি ভাবে। ডিমান্ড মারকেট অন্য দেশে, আর আমার এখানে ওভার সাপ্লাই। ব্যালেন্স তো হবেই। আমাদের করতা ব্যাক্তিরা যেখানে বসে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য নিরধারন হরে যাচ্ছেন, তাদের ভাবা উচিত ছিল আজকের এই সময়ের কথা। অন্তত আইসিএল নিয়ে ভারতের খেলোয়ারদের বিদ্রোহ দেখে হলেও একটা প্লান বি করে রাখা উচিত ছিল।

কাগজে প্রকাশ, বিসিবি নাকি আইনি পদক্ষেপ নেবে। কি লাভ ভাইজানেরা, জোড় করে না খেলানো যায়, না যায় কম খাইয়ে জোড় করে বলানো আমরা ভালো আছি। এই যে কত বহুজাতিক কম্পানীগুলো সিএসআর (করপোরেট সোশাল রেস্পন্সিবিলিটি) এর নামে টাকা ছড়িয়ে যাচ্ছে। বিসিবি কি পারে না, এদের সাথে কোলাবরেশনে যেয়ে নিজেদের মত করে একটা প্রফেশনাল লীগ শুরু করতে? যারা জাতীয় দলে ইনভেস্ট করবে, তাদের প্রফেশনাল লীগেও আগ্রহ থাকার কথা। যাই হোক, আমার মনে হয় সময় বেশীদিন হাতে নেই, যদি এখনই সাস্টেনেইবল সিদ্ধান্ত না নেয়া হয়, ক্রিকেট বোরডকেও বাফুফের মত কান্নাকাটি করতে হবে।

তখন পাশেও পাওয়া যাবে না কোনো স্পন্সর। শোধরাও নিজেকে বাহে, নয়ত দেখ ইকনোমিক্স কি চাহে। সুতরাং, সাধু (মানে বিসিবি) সাবধান, ধেয়ে আসছে আইসিএল জুজু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.