আমাদের কথা খুঁজে নিন

   

আইসিএল ফেরত খেলোয়াড়দের ফিরে আসার বিপরীতে কঠোর আশরাফুল এই গাধাটা নিজেও পারেনা অন্যরেও পারতে দেয় না..


আয়ারল্যান্ডের কাছে হারার পর থেইকাই আমাগো ফুল মিয়ার মাতামুতা আউলাইয়া গেছেগা... বিলাতে গিয়া সাত লাখ টেকার মুরগী খাইয়া মুরগী হারা হারছে, চোখের ডাকতরের কাছে আই ড্রপ নেবার নাম করে চোরের মতো শিডিউল বদলায় একা একা দেশে আসছে আবার জাতির কাছে ক্ষমা চাওয়ার নাটকও করছে। সবখানেই নমনীয় হারু পার্টি আশরাফুল আইসিএলএর খেলোয়ারদের ব্যাপারে নাকি বেপক কঠির হইয়া পরছে শুধু আশরাফুল না, লগে লগে আমগো সোনার টাইগারগো বাকীগুলার কথা পড়েন এইখানে -- ফানি গেম এতো কঠিন? কি আজব কথা বার্তা... লজ্জা শরমের নুন্যতম অবশিষ্ট থাকলে এই সময়ে এরকম কথাও কেউ বলে? আশরাফুল বলছে এই দল নাকি অনেক ব্যাল্যান্সড, ভালো করছে সবাই, এর মাঝে আবার আইসিএলের কথা কেনো? কি মজার কথা স্রেফ ভারতীয় বোর্ডরে তোষামোদীর জন্য আমাদের ক্রিকেট বোর্ডের গর্ধবগুলার বোকামীর দায়ে এই খেলোয়াড়রা এখন অচ্ছ্যুৎ হয়ে গেলো... আইসিএল যখন চালু হয় তখন নাফীস, অলকের যাওয়ার পিছে টিমের আশরাফুল গং এর পলিটিক্স এর কথা অনেকবার সামনে এসেছে... নির্বাচক কমিটির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে রফিকের অবসর নিয়ে নেওয়াও ভুলিনি এখনও... বাসার কে সরিয়ে আশরাফুলরে ক্যাপ্টেন বানানো ছিলো আরেকটা ফাউল সিদ্ধান্ত... এখন আশরাফুল বলে ওরা অচ্ছ্যুৎ, ওরা যদি টিমে আসে তবে আমরা কেনো আইসিএল এ গেলাম না... মাশরাফি নাকি সব ভার জাতির উপর দিয়ে দিয়েছে... পাঁচ ছয় জন খেলোয়ার নাকি গোপন মিটিং করে ফেলেছে... হা হা হা... একটা পরিসংখ্যান বলি (ক্রিক ইনফো থেকে নেওয়া)... শাহরিয়ার নাফিস ৬০ ওয়ান ডে ম্যাচে ৩৩.৭৬ অ্যাভারেজে ১৮৫৭ রান করে হটাৎ করে দলে অনিয়মিত হয়ে যায়। তার যায়গায় ক্রমাগত খেলানো হয় জুনায়েদ সিদ্দিকী কে যার ১৭ টা ওয়ানডেতে সংগ্রহ মাত্র ২৩৩ রান আর অ্যাভারেজ ১৩.৭৬। প্রতি ম্যাচে ১৪ রান করতে থাকা (তখন বেটা অনেকগুলা গোল্লাও মারছিলো) একজন খেলোয়াড়কে খেলানো হইলো ৩৪ রান করতে থাকা একজন এক্সপেরিয়েন্সেড খেলোয়াড় কে সরিয়ে। ভালো কথা না হয় জুনায়েদ ছিলো নতুন প্রতিভা, আশরাফুলের গড় দেখেন -- ১৩৯ টা ওয়ানডে খেলে ২৭৬১ রান করছে যার অ্যাভারেজ হইলো মাত্তর ২৩। আর যদি ক্যাপ্টেন্সীর কথা বলেন আশরাফুলের এক্সপেরিয়েন্স হইলো জিরো... কোন লজিকে আপনি নাফিসকে ম্যাচের পর ম্যাচ বসায় রাখলেন? তিন চার ম্যাচ পরে এক ম্যাচ খেলালেন, ১২-১৩ রান করলো আবার তিন ম্যাচ বসায় রাখলেন নাইলে ব্যাটিং পজিশন নিয়ে ক্যারিকেচার করা শুরু করলেন। আয়ারল্যান্ডের কাছে হার হয়তো কদিন পরেই মানুষ ভুলে যাবে... কিন্তু এদেশের মানুষের কাছে ক্রিকেট একটা আবেগ হিসেবে রয়ে যাবে। এদেশে এটা স্রেফ ফানি গেম নয় এটা এসব তথাকথিত খেলোয়াড়দের মাথায় আদৌ কি ঢুকবে????
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.