আমাদের কথা খুঁজে নিন

   

বাংগালীর রান্নাঘর (অবাংগালীর)- হালিম।

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ব্লগে আসতে যেতে হঠাৎ একদিন আবিষ্কার করলাম আমি এ ব্লগের একটি মাত্র গ্রুপ-বাংগালীর রান্না ঘরের সদস্য এবং সেখানে আমার কোন অবদান নেই। এই আবিষ্কার এবং ব্লগার শিবলীর উৎসাহে আমার এই পোষ্ট: উপকরন: ১। আধ কেজি মাংস। ২।

মসুর, মুগ, খেসারী, বুট, মটর, অঢ়হড়, মাসকলাই ডাল -৩টেবিল চামচ (উপর) করে প্রতিটি। সব ডাল না পেলেও চলবে, তবে পরিমান ঠিক রাখবেন। ৩। মাং স রান্নার প্রয়োজনীয় মসলা (ধরে নিচ্ছি মাংস রাধঁতে জানেন)। ৪।

পেয়াজ- ২৫০ গ্রাম। ৫। লবন-স্বাদমত। ৬। দারুচিনি- বড় ৪ টুকরা।

৭। এলাচ- ৪টি। ৮। বিট লবন-১ চা চামচ। ৯।

পোলাওয়ের চাল- ১০০গ্রাম। ১০। ময়দা/আটা/কর্ন ফ্লাওয়ার- ১০০ গ্রাম। ১১। মিঠা জিরা-১টেবিল চামচ।

১২। পানি-৪ গ্লাস (১লিটার)। ১৩। পাঁচ ফোঁড়ন- ১ চা চামচ। ১৪।

সয়াবিন/সানফ্লাওয়ার/ক্যানোলা/কর্ন তেল: ৪ টেবিল চামচ। ১৫। কাঁচামরিচ, ধনে পাতা, লেবু (সরবতী)-স্বাদ মত। প্রনালী: ময়দা/আটা/কর্ন ফ্লাওয়ার ১২৫ মিলি (আধ গ্লাস) পানিতে গুলিয়ে এক জায়গায় থিতু হ'তে দিন। পোলাওয়ের চাল ১ গ্লাস পনিতে ভিজিয়ে রাখুন ধুয়ে নিয়ে।

মাংস রান্না করুন ঝোল সহ। সব ডাল একসাথে মিশিয়ে ধুয়ে পেঁয়াজ ও লবন দিয়ে সিদ্ধ করুন। দারুচিনি এলাচ মিঠা জিরা একসাথে করে তাওয়ায় টেলে নিন ও তারপর গুড়ো করুন। মাংসের অর্ধেকটা সেদ্ধ ডালে দিয়ে ১লিটার পানি মিশিয়ে রান্নায় তুলে দিন। চালের পানি ফেলে দিয়ে ওতে চাল দিয়ে দিন।

ডাল ঘুঁটুনি দিয়ে নাড়তে থাকুন। ২০ মিনিট পর ময়দা/আটা/কর্ন ফ্লাওয়ার এর ওপর থেকে টলটলে পানি ফেলে দিয়ে বাকিটুকু ডাল -মাংসে ঢেলে দিন। নাড়তে থাকুন। একটু পরই দেখবেন ডালটা একটু থকথকে হয়ে গিয়েছে। তখন তাতে বাকি মাংস, দারুচিনি এলাচ মিঠা জিরার গুড়ো দিয়ে দিন।

২ মিনিট পর নামানোর সময় বিট লবন দিন। তেল, পেঁয়াজ ও পাঁচ ফোঁড়ন দিয়ে বাগাড় দিন। কাঁচামরিচ, ধনে পাতা, লেবু দিয়ে পরিবেশন করুন। __________________________________________ পাদটিকা: বাজারে রাধুঁনী হালিম মিক্স এসে রান্নাটা অনেক সোজা হয়ে গেছে, কিন্তু কেন জানি এই কষ্টকর রান্নার হালিমটা বেশী স্বাদ লাগে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.