আমাদের কথা খুঁজে নিন

   

বাংগালীর রাজনীতি

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

এক লোককে নিয়ে আসা হল মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে। মনোরোগ চিকিৎসক প্রশ্ন করলেন, শুনলাম আপনি নাকি গলায় দড়ি দিতে যাচ্ছিলেন, সমস্যা কি? মাথার যন্ত্রনায়। লোক উত্তর দিল। তারপর নিজের দু:খের কথা বললেন ডাক্তার সাহেবকে। চাচা আওয়ামীলিগের স্থানীয় নেতৃত্ব বিধায় আওয়ামীলীগ করতেন।

কিন্তু পাচ বছর আগে বড় মেয়ের বিয়ে দিলেন যখন বিএনপি করা শুরু করলেন তখন। বেয়াই বিএনপির কেন্দ্রীয় নেতার ছোট ভাই। ছেলের শশুর জাতশত্রু আওয়ামীলিগের অনুসারী, এটা কেমনে হয়। তাই বেয়াইয়ের জোর আপত্তিতে বিএনপি করা শুরু করেন। দুবছর আগে বাড়ীর কাজ ধরেন, ইসলামী ব্যাংকের টাকায়।

জামাতের এক নেতার সহায়তায়। কাজ শুরুর কয়দিন পরেই সেই নেতা গো ধরেন জামাতে যোগ না দিলে আর টাকা সহজে মিলবে না। বেয়াইকে বুঝিয়ে শুনিয়ে জামাতে যোগ দেন। গত বছর আবার প্রায় দশ বছর আগে হারিয়ে যাওয়া তার আপন ছোট ভাইয়ের দেখা মিলে কাকতালীয়ভাবে। সেই ভাই এখন বামপন্হী একটি দলের ছোটখাট নেতা।

দশবছর পরে মিলিত হওয়া ছোটভাই বড়ভাইয়ের কাছে আবদার ধরে তার দলে যোগ দিতে। তারপর থেকেই মাথায় সমস্যা। চাচার চোখে তিনি এখন মীরজাফর। বেয়াইয়ের দেখা হলে কথা বলেন না। অনেকে আবার রাজাকার বলেও অপমান করে।

এখন আবার ছোটভাইয়ের মন রক্ষা না করলেই নয়। তাই গলায় দড়ি দেয়ার চিন্তা। ভোট দেন কারে? ডাক্তার প্রশ্ন করেন। জীবনে কখনো ভোট দেই নাই। লোক উত্তর দেয়।

আমার কাছে আসছেন সব ঠিক হয়ে যাবে। ডাক্তার আসস্থ করেন। এরপর সুস্থ্য হয়ে উঠে লোকটি তবে এখনও রাজনীতি করেন। নতুন একটি দলে যোগ দিয়েছেন। আমাদের মানসিক ডাক্তার সাহেবটি সেই দলের ছোটখাট একজন নেতা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.