আমাদের কথা খুঁজে নিন

   

কাকতাল গল্প

skype :: hasib.zaman

এটা একটা আজাইরা গপ্পো। বাস্তবের কোন চরিত্র বা ঘটনার সাথে মিলে গেলে তা অনাকাঙ্খিত নয়। ১। কলেজ ছুটি হয়েছে। দুপুরবেলার তপ্ত রৌদ্রে সবার চোখ-মুখ দিয়ে ধুয়া বের হচ্ছে এমন অবস্থা।

মেঘু কোনরকমে মাথায় ওড়না দিয়ে বাসার দিকে হাঁটা দিল। ‘এ্যাই মেঘু আইসক্রিম খাবি?’ মোড়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে টুশকি। ডাকটা আসছে সেদিক থেকে। ‘না, ইচ্ছে করতেছে না একদম। তুই খা।

’ ভিতরে ভিতরে ষোলআনা ইচ্ছে নিয়ে মেঘু এগিয়ে যায় আর ভাবে আজকে টুশকির কাছে থেকে কয়টাকা খাওয়া যায়। ‘আরে খা। আমি খাওয়াইতেসি আজকে। ’ দুই বান্ধবী মিলে মজাসে আইসক্রিম খেতে থাকে। আশপাশে বালিকাদের ভীড়।

তাদের দর্শনে কিছু হাভাইত্যা বালকদের দেখা যায়। তারা নানান কায়দায় ভাব মারার বিষম চেষ্টা করছে। টুশকি বলে, ‘এই ছেলেগুলা পুরাই গর্দভ। আমাদের পিছনে ঘুরে হবেটা কি?’ ‘হবে ঘোড়ার আন্ডা। ’ ‘দ্যাখ দ্যাখ রিকশায় ঐটা তামিম ভাই আসতেছে না?’ ‘হুম তামিম ভাই।

আর সাথে মনে হয় ভাইয়ার বউ। ভাবী তো ব্যাপক কিউট আছে। ’ রিকশাটা পাস করার সময় বালিকাদ্বয় উল্লাসে হাত নেড়ে চিৎকার দিল, ‘তামিম ভাই, তামিম ভাই !!’ এমন ভয়ংকর পরিস্থিতির জন্য তামিম ভাই প্রস্তুত ছিল না। সে করুন চোখে বউ এর দিকে তাকায়। বউ বলে, ‘তুমি এত্ত বড় লুল! রাস্তাঘাটে মেয়েরা তোমারে দেখলে ডাক দেয়।

তোমার কি একটুও লজ্জা করে না?’ ‘প্লিজ বউ বুঝার চেষ্টা করো। ওরা আমার ছোট বোন। এর মধ্যে আর কিচ্ছু নেই। এই তোমারে ছুঁয়ে বলতেসি। ’ ‘হাত ছাড়ো আমার।

আমি কিছু বুঝতে চাই না। আমি রিকশা থেকে ঝাপ দিবো। ’ ‘লক্ষী বউ শান্ত হও। পড়ে গেলে ব্যথা পাবা। ’ তামিম ভাই মনে মনে বলে, ইয়া আল্লা আমার বউরে রহম করো আর আমারে বাঁচাও।

২। অপ্সরাদিদি কচিকাচাদের স্কুল শেষ করে বাসায় ফিরে অবাক। ড্রয়িংরুমে বসে আছে অখ্যাত এক অনলাইন পত্রিকার সম্পাদক আর সহ-সম্পাদক। ‘আরে হিমু, কখন এসেছ তোমরা?’ ‘প্রায় দশ মিনিট হবে আপু। পত্রিকার কাজে এদিক দিয়ে যাচ্ছিলাম।

ভাবলাম আপনার হাতের চা খেয়ে যাই। ’ ‘এই গরমে চা খাবে কি? তোমরা কিসের জুস খাবে তাই বলো। আনারস, আম, তরমুজ, পেঁপে সবই আছে। ’ হিমু আসছিল চা খেতে। চায়ের বিকল্প কি ফলের জুসে হয়? সে যারপরনাই হতাশ।

‘আপু যেকোন একটা জুস হলেই হয়। আমার স্পেশাল চয়েজ নেই। ’ অপ্সরাদিদি জিজ্ঞেস করে, “মুক্ত তুমি কি খাবা?” “আমার জন্য পাকা পেপের জুস হলে ভাল হয়। ” দাঁত কেলিয়ে জবাব দেয় মুক্ত আর ভাবে সবগুলার জুস যদি খাওয়া যেত। ককটেল হলেও মন্দ হয় না।

৩। পরে লিখুমনে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.