আমাদের কথা খুঁজে নিন

   

পাবলিকের মন বোঝা দায়

গালাগালি নিষেধ। সোজা কথা বলা মানুষ-বাস্তব জীবনে যে কারণে আমি অন্যের চক্ষুশূল।

কয়েক ঘন্টাও হয় নাই জাতি এক বিশাল ফাঁড়ার উপর দিয়ে গেছে। এরই মধ্যে পুরা ঘটনার রাজনীতিকরণ শুরু করে দিয়েছে একটা মহল। কি আজিব জাতি আমরা।

এ ঘটনার রাজনীতিকরণ করা অর্থই এত রক্তপাত বৃথা যেতে দেয়া। এটা এখন সবাই জানে বিডিআর কিছু সমস্যায় জর্জরিত। তাদের এসব সমস্যার আশু নিষ্পত্তি আমাদের সবার কাম্য যেন ভবিষ্যতে এরকম পরিস্িতি আর না ঘটে। সেনাবাহিনী নিয়ে বিভিন্ন গুজব রটিয়েও কান ঝালাপালা করা হয়েছে। সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়কের আদেশ ছাড়া একটা গুলিও সেনাবাহিনী ছুঁড়তে পারে না এটা অনেকের মনে হয় মনে ছিল না।

আর ব্যাপারটা বিডিআর বনাম সেনাবাহিনী করে আরও ঘোলা করা হয়েছে। পৃথিবীর কোন সামরিক-আধা সামরিক বাহিনীতে বিদ্রোহ কঠোর হাতে দমন করা হয়। এক্ষেত্রেও হবে। এর কোন বিকল্প আছে বলে মনে হয় না। তা নাহলে ভবিষ্যতে এসব সংকট দেশ আরও দেখবে।

সেনাবাহিনী আমাদের গর্ব; বিডিআরের মতই। তবে এরাও বাংলাদেশের আর ১০ টা প্রতিষ্ঠানের মত দুর্নীতিগ্রস্হ। এ বাহিনীগুলোর সদস্যদের দেশপ্রেম আমাদের চেয়ে অনেক বেশি বলেই আমার ধারণা। তবে তাদের নির্বাহী বিষয়ক ব্যাপারগুলোয় পুরো ব্যবস্হায় স্বচ্ছতা/জবাবদিহিতা আনা এখন জরুরী। বিডিআরদের দাবীগুলো কিছুটা হলেও মেনে নিয়ে তাদের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান করা হোক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.