আমাদের কথা খুঁজে নিন

   

নীড়ে ফেরা

ক্ষমা করে দাও তাকে যে তোমার প্রিয়জন।

এখনি ডুবিবে সূর্য নামিবে আঁধার, হাওয়ায় কাঁপিয়া উঠিবে বাঁশবন, মৃদূ শনশন শব্দ আচানক, মন আজি বড় আনচান। দাওয়ায় বসিয়া গুনেছি প্রহর ফিরিবে কবে আমার পাখি, বাজিতেছে ঐ সাঝের বাঁশি, পাখিরা ফিরিছে নীড়ে। বিলের ধারে ঝাঁকে ঝাঁকে ওরা ফিরিছে আবার নিজ দেশে, কিছু সাথী ওদের আর সঙ্গী হবেনা ফিরতি পথের। শিশির ভেজা এক শুভ্র সকালে, ডানা ভাঙা এক অতিথী পাখির নীলাভ কালো ছেড়া পালক কুড়িয়ে পেয়েছিনু আমি। তাই জানি তোর নীড়ে ফেরা আর হবে না তবু, সন্ধ্যা ঘনালে আবার আমি আশায় বাঁধি বুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।