আমাদের কথা খুঁজে নিন

   

নীড়ে ফেরা পাখী



বলেছিলাম এই ব্লগে আর আসবো না। তার পরও ফিরে এলাম। আমি কি তবে বেহায়া? কি জানি! কেন এলাম? সে অনেক কাহিনী। কেন গিয়েছিলাম? মনের দূঃখে। জানতে চাইলে এখানে ক্লিক করুন।

পোষ্টের কথায় ফিরে আসি; এক অর্থে এটা আমার প্রথম পোষ্টও বলা যায়। নীড়ে ফেরা ঐ পাখীটির মতই উড়ে গিয়েছিলাম দেশের মাটিতে। গ্রামের বাড়িতে যাওয়ার একটা সুযোগ হয়েছিল তখন। এতগুলো মাস হয়ে গেল তার রেশ যেন লেগে আছে এখনো সারা মনে। সূরে সূরে তাই এখনো গাই "আমারো দেশেরো মাটিরো গন্ধে ভরে আছে সারা মন ............ // আমার বাংলা মায়ের কিছু ছবি তুলেছিলাম তখন।

আজ সেগুলোই আপনাদের দেখাবো। আমি কোন আলোকচিত্রী নই। শুধু মন যেখানে উতলা হয়েছে সেখানেই ক্লিক করেছি ক্যামেরা। এ আমার বাংলা মায়ের রূপ। খাঁদ নেই যেখানে কোন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।