আমাদের কথা খুঁজে নিন

   

নীড়ে ফেরা

কবিতার ছেলে।

গ্রামের বাড়িতে তব বকুল তলায় বকুলের ছড়াছড়ি দেখেছিলাম একদিন সুগন্ধে মন যেন করেছিলো আনচান সেই গাঁয়ে ফিরি না আজ হল কতদিন সুনিবিড় আনন্দে সবুজ ঘাসের কলি থেকে থেকে ডেকে যায় কানে কি যে যায় বলি পাখিরা কূজন করে স্বপ্নেতে দেখা দেয় অজানা সবুজ মেঠো পথে যেন যাই চলি শহরের কাঠ-কোঁঠা হরদম বাড়িঘর অজানা মানুষ শত সবই যেন পরপর নির্দয় সব লোক করে শুধু সব ভোগ ভাবেনা কভুতো ওরা তোমাদের কথা জানি তবু তোমাদের মনে নাই ব্যথা ও আমার প্রানপ্রিয় মায়াময়ী গ্রাম আসিব তোমার কোলে বারবার ফিরে কঠিন তুফান ঝড়ে নিকশ আধারে বিহংগের মত করে চিরচেনা নীড়ে। বকুল তলায় হবে আবার জলসা মানুষের ভিড়ে যাব হঠাৎ হারিয়ে সহজ সরল চেনা মুখগুলো হেসে বুকে টেনে নেবে মোরে হাতটা বাড়িয়ে। তোমাদের সাথে হবে আবার দেখা মুছে যাবে হৃদয়ের কষ্টের রেখা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।