আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ বিদ্যুত সাশ্রয় ও প্রধানমন্ত্রীর পল্টি খাওয়া - আমরা আর কবে বড় হব নাদের আলী?

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

রমজানের শুরুতেই ঘোষণা এসেছিল রাত দশটা পর্যন্ত দোকান-মার্কেট খোলা রাখা যাবে। কিন্তু ব্যবসায়িক ক্ষতির আশংকা করে দোকান-মালিক সমিতি সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে। আজ দোকান-মালিক সমিতির সাথে বৈঠকে প্রধানমন্ত্রী তার পূর্বের সিদ্ধান্ত থেকে পল্টি খাইয়া নতুন সিদ্ধান্ত দিয়াছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ই রমজান পর্যন্ত বাধ্যতামূলকভাবে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখা যাবে, ১৫ই রমজানের পর ক্রেতারা যতক্ষণ চায় ততক্ষণ মার্কেট খোলা রাখা যাবে। দ্বিতীয় অংশটি আমার কাছে বেশ হাস্যকর মনে হচ্ছে, কারণ সত্যিই কি ক্রেতাদের ইচ্ছা অনুযায়ী দোকান খোলা রাখা হবে, নাকি দোকানমালিকেরা যতক্ষণ খুশী দোকান খোলা রাখতে পারবে? ব্যাপারটি অনেকটা শুভংকরের ফাঁকির মতই, কারণ সরকার একদিকে বিদ্যুত সাশ্রয়ের কথা বলে, আবার অন্যদিকে ক্রেতাদের সুবিধামত সময় পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়। প্রধানমন্ত্রীর সাথে আজকের সভায় দোকানমালিকেরা প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারা দোকানের অর্ধেক বাতি ব্যবহার করবেন এবং এনার্জি সেভিং বাতি ব্যবহার করবেন। তাদের এই প্রতিশ্রুতি যে শুধুই ছেলে ভুলানো ব্যাপার, সেটি একটা বাচ্চা ছেলেও বোধহয় বুঝতে পারবে। তাহলে এসমস্ত মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লাভ কি? সরকারের এসমস্ত পল্টিখেলা দেখতে দেখতে পুরানো একটা প্রবাদ মনে পড়ে গেল, "আমরা আর কবে বড় হব নাদের আলী?"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।