আমাদের কথা খুঁজে নিন

   

হারানো হিয়ার নিকুঞ্জ পথে:- কৃষক-কিষাণীর রোজনামচার সংকলন....কিষাণী

কৃষক blogsaudi@gmail.com

কৃষক এর ব্লগ শুধু কৃষক এর একার ব্লগ নয়। যারা বছর খানেক আগে থেকে আছেন তারা জানেন একটি নিক এ দুজন ব্যক্তি এই ব্লগে লেখে, আমি এটাকে বলতাম যুগল ব্লগ। কৃষক-কিষাণীর তারুণ্যের প্রথম দিনগুলো একে অপরের ভালবাসায়-মমতায়-বন্ধুত্বে জড়ানো ছিল। তাদের চোখে ছিল ঘর বাঁধার স্বপ্ন। সেই গল্পটা কৃষক-কিষাণী অনেকটা সময় নিয়ে ব্লগের পাঠকদের শুনিয়েছিল।

সেই সিরিজ গল্পটি শেষ হবার পর অনেকেই বলেছিলেন পিডিএফ অথবা ইবুক আকারে বের করতে। আমি এসব টেকি ব্যাপরগুলো একদমই বুঝি না। আর কৃষক নিজেও সময় করতে পারছিল না। একদিন ব্লগার স্বপ্নজয় এই সিরিজটির ই বুক বানিয়ে আমাকে পাঠায় সারপ্রইজ গিফট হিসেবে। আমি সত্যিই ভীষণ সারপ্রাইজড হয়েছিলাম।

অভিভূত বলা যায়। তাকে শুধু ধন্যবাদ দিলে কিছুই বলা হবে না। অবশ্য ব্লগার স্বপ্নজয় শুরু থেকে বা কখনোই কৃষকের এই সিরিজের সাথে অথবা আগে পাছে ছিল না। এই ব্লগ অথবা এই সিরিজের সন্ধান তাকে দেয় আরেক জন বিখ্যাত ব্লগার সবার প্রিয় অপ্সরা। অপ্সরার তথ্যের উপর ভিত্তি করে ব্লগার স্বপ্নজয় এই সিরিজটি পিডিএফ করার সিদ্ধান্ত নেয় এবং আগেই বললাম কৃষক-কিষাণীকে অবাক করে দেয়া এক উপহার পাঠায়! কাজেই এর কৃতিত্ব অনেকটাই অপ্সরাকেও দিতে হবে।

এ তথ্যগুলো তাদের দুজনের কাছ থেকেই শোনা। কৃষক-কিষাণী একে অপরকে ভালবেসেছিল হয়তো একই সময়ে। এটি নিয়ে ভাবতে গেলে আমার ঐ গানটির কথাই শুধু মনে হয়: কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে থেকেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালবেসেছি তুমি না আমি?? কিন্তু তাদের আবেগের প্রকাশ ঘটেছিল দুটো ভিন্ন সময়ে। যারা আমাদের সিরিজটি পড়েছেন তারা জানেন। কিষাণী একটি নির্দিষ্ট দিনে, ক্ষণে তার প্রেমের স্বীকৃতি জানিয়েছিল, এবং ব্যপারটি নাটকীয়তায় ভরা ছিল।

মেয়েরা এসব দিনক্ষণ খুব মনে রাখে, আমিও রাখতাম। বছর বছর সেই দিনটি চুপিচুপি নিজেরা পালনও করতাম। অথচ সেই আমি কিনা সময়ের পরিক্রমায় সেই দিনটি ভুলে গেলাম! কিন্তু কৃষকের স্মৃতি অথবা তার ভালবাসার কাছে আমাকে হার মানতেই হল; কেননা তার সেই দিনটির কথা মনে ছিল। আজ ২৫ শে অগাষ্ট সেই দিনটি। তাই সেই দিনেই কৃষক-কিষাণীর সেই হারানো প্রেম এর স্মৃতিকথার সংকলন, যেটি আমরা বিশ্ববিদ্যালয় প্রেম নামে ব্লগে লিখেছিলাম................আজ পিডিএফ সংকলন আমরা নতুন করে নাম দিলাম "হারানো হিয়ার নিকুঞ্জ পথে" পাঠকের জন্য ব্লগে তুলে দিলাম।

পিডিএফফরমেটে জিপ ফরমেটে ব্লগের সব পাঠক যারা আমাদের সাথে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। ব্লগার স্বপ্নজয় এর প্রতি কৃতজ্ঞতা। অপ্সরা'র প্রতি ধন্যবাদ সহ কৃতজ্ঞতা। আপনার সবাই ভাল থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.