আমাদের কথা খুঁজে নিন

   

হারানো সংবাদ (may b)



(n thng serious) দিনে দিনে যে সে এভাবে হারায় যাবে ,আমরা কল্পনা করতে পারিনি । হারায় গেলও মানে ,মুছে গেল ,অথবা পলায়ন করলো । মেজাজের দই এই ভাবে হয় নাকি ? যদিও খুজে বেড়াচ্ছি । পাবো কিনা জানি না । ইডেনের সামনে যখন হাত ভর্তি চুড়ি পরে লাল নীল খুজছি তখনো দেখলাম না উকি দিতে তাকে ।

হে কপাল হারালে কোথায় । কলেজের মাঠে খুজবো ? কিলা কিলি ,ব্যাডমিন্টন ছাড়া আর কিছু্ই তো খেলা হয় নি । ১০ টাকার ফুসকার প্লেটে কি হারাইছে ? মামু পেলে তো আর ফেরত দিবে না । মন বলে তোমাকে আর খুজে পাওয়া যাবে না । এখন আমরা বড় হয়ে গেছি ,কিছুটা স্বার্থ পর হয়ে গেছি ।

হারায় ফেলেছি শিশু সুলভ আচরন , ওয়ান - টু তে যখন best frnd কে নিজের পুতুল ,খাতা দিয়ে দিতাম আজ ২ টাকার ছিড়া নোট নিয়ে চুলাচুলি করি । ভদ্রতা শিখতে হচ্ছে , সালাম দাও ,কেমন আছেন ,বাসায় আসবেন । আরও ...... । রাস্তার মাঝে দাড়িযে বান্ধবীরা মিলে হাসাহাসি করতে ভুলে গেছি , কেউ বলবে এত বড় মেয়ে গুলো রাস্তার মাঝখানে দাড়ায় আছে কমন সেনস নাই নাকি। বড় সড় ভুল হয়ে গেছে ,আমরা বড় হয়ে গেছি ।

হারায় যাওয়া বাচ্চা কাল খুজতেছি । কই ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.