আমাদের কথা খুঁজে নিন

   

হারানো স্বপ্ন

যখন অনেক ছোট ছিলাম তখন বাবার ম্টেথোস্কোপটা যখনই দেখতাম তখন স্বপ্ন দেখতাম অনেক বড় ডাক্তার হব। একটু বড় হবার পর আকাশে প্লেন দেখলেই মনে হত নাহ‌‌‌‌‌ পাইলট না হলেই না। এরকম হাজারটা স্বপ্ন নিয়েই ছিলো নিত্য ছেলেমানুষী ঘোরাঘুরি, প্রতি রতে ঘুমোতে যাওয়া। একটা সময় আসলো যখন আমি নিজেকে ছোট মনে করলেও হয়তো আশেপাশের মানুষগুলো আমাকে ছোট মনে করতোনা। সেই ছেলেমানুষী মনের সব স্বপ্নগুলো সরে গিয়ে হঠাৎ কেন জায়গা করে দিলো একজন মানুষের স্বপ্নকে?সেই স্বপ্নগুলো অনেক বেশি রঙিন হলেও ধীরে ধীরে যেন রঙগুলো হালকা হয়ে যাচ্ছিলো।

তখন যেন ছেলেমানুষ থেকে হঠাৎ হঠাৎ নিজেকে নারী ভাবতে অনেক ভালো লাগত। অবাক হয়ে দেখতাম অল্প জানা একটা মানুষের জন্য কত মায়া আমার মনে। কত সহজে মাফ করে দিচ্ছি তার অযাচিত অন্যায়গুলোকে। তুমি হয়তো মনে করেছিলে তোমার সাথে আমার স্বপ্নগুলোও চলে যাবে। হয়ত তোমার চলে যাওয়ায় আমার স্বপ্নগুলো বর্ণহীন হয়ে গিয়েছিলো কিছু সময়ের জন্য তারপর আবার দেখলাম বেঁচে থাকার স্বপ্ন।

তবুও মাঝে মাঝে মনে হয় স্বপ্নহীন জীবন কেটে যাচ্ছে। কি স্বপ্ন দেখব তাই ভাবি। ছোটবেলার মত সেই অর্থহীন স্বপ্নগুলো দেখতে ইচ্ছা হয় আবার। কিন্তু সময়, মন, পরিস্থিতি বারবার আমাকে মনে করিয়ে দেয় সেই স্বপ্ন দেখার অধিকার হারিয়েছি আমি। তাই বলে তোমাকে নিয়ে স্বপ্ন দেখবো ভাবছো?না।

দেখলে শুধু এখন নিজের রঙে রাঙানো স্বপ্ন দেখবো। ধার করা রঙে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.