সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......
হেঁটে যাই ঘন সবুজ গাছের ছায়ার ভেতর দিয়ে,
অবিশ্রান্তভাবে হেঁটে যাই পাহাড়ের বুক বেয়ে;
নত্রমণ্ডলীর মতো দৃশ্যমান চূড়ায়।
অপসৃয়মান মেঘের স্তুপ
গলে গলে ঝরে পরে সবুজ অরণ্যে;
ঝরে পরে ক্ষুধার্ত অগ্নিময় মাটিতে।
শুষে নেয় হাজারো নির্বাক নির্জীব প্রাণ।
আত্মপূর্ণতার জটিল সমাধানে মগ্ন জনতার কণ্ঠস্বর,
প্রতিধ্বণিত হয় কালের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে থাকা
বৈচিত্রময় পাহাড়ের গায়ে।
চলে যায় মর্ত্যলোক ছাড়িয়ে সুদূর দিগন্তে .. .. ..
আমি তখনো একাকী দাঁড়িয়ে আছি
র্জীণ পাহাড়ের চূড়ায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।