আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফটের জন্য হুমকি হয়ে আসছে Google এর Chrome অপারেটিং সিস্টেম

ফেসবুক : www.facebook.com/mahmud.sust
কিছুদিন আগে অনলাইন জায়ান্ট গুগল তাদের নতুন অপারেটিং সিস্টেম Chrome বাজারে ছাড়ার ঘোষনা দিয়েছে। গুগলের এই ঘোষনাকে বিশেষজ্ঞরা মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম গুলোর বিরুদ্ধে একটি যুদ্ধ হিসেবে দেখছে। সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে, গুগলের Chrome অপারেটিং সিস্টেম একটি ওপেন সোর্স প্রোজেক্ট। গুগল জানিয়েছে তারা এবছরের শেষের দিকেই তাদের নতুন অপারেটিং সিস্টেমটির কোড উন্মুক্ত করে দেবে। প্রাথমিক ভাবে Google এই Chrome OS এর একটি হালকা-পাতলা ভার্সন উন্মুক্ত করবে, যেটি নেটবুকগুলোতে ব্যাবহার হবে এবং নেটবুকসহ এটি আগামী বছরের দ্বিতীয়ার্ধে পাওয়া যাবে।

নেটবুকগুলোর দামও হবে তুলনামুলক অন্যান্য কম্পিউটারের চাইতে কম। তবে হতাস হওয়ার কিছু নেই, ডেক্সটপ পিসির জন্যেও এই অপারেটিং সিস্টেম পাওয়া যাবে শীঘ্রই। গুগলের Chrome ব্রাউজারের সাথে আমরা সবাই পরিচিত। এখন আসুন পরিচিত হই তাদের আসন্ন অপারেটিং সিস্টেমটির সাথে। গুগল তাদের নতুন অপারেটিং সিস্টেমে Speed, simplicity এবং security এই তিনটি বিষয়ের উপর জোর দিচ্ছে।

তারা দাবী করছে, এমন একটি অপারেটিং সিস্টেম বানানোর যা আকারে হবে অনেক ছোট, খুবই দ্রুত, পোর্টেবল, কমগতির Atom বা ARM প্রসেসরে চলবে এবং নিরাপত্তা দিকেও বিশেষ নজর রাখা হবে। অবাক করার বিষয় হচ্ছে, এটি এতই দ্রুত রান করবে যে আপনার পিসি স্টার্ট করা থেকে শুরু করে সরাসরি ওয়েবের সাথে যুক্ত হতে কিছু সেকেন্ড মাত্র সময় নেবে...!!! আরও মজার তথ্য হচ্ছে, অপারেটিং সিস্টেমটির মধ্যমনি হয়ে থাকবে গুগল Chrome ব্রাউজার এবং Google এমন এক অনলাইন ব্যাবস্থা দাড় করাতে যাচ্ছে যাতে করে অধিকাংশ এপ্লিকেশন Chrome ব্রাউজার দিয়েই চলবে। যদিও গুগল ঘুড়ে-ফিরে ইন্টারনেট ব্যবহারকারীদেরকেই বেশি গুরুত্ব দিচ্ছে, তবে ভবিষ্যতে এডভান্স ইউজারদের জন্যও সুবিধা রাখবে বলে আশা রাখি। তাদের ভাষ্য মতে, তাদের অধিকাংশ ইউজার সরাসরি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে চায়। তারা চায় মুহুর্তের মধ্যে তাদের মেইল চেক করতে, ইন্টারনেটে তাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতে।

যেখানে অন্যান্য অপারেটিং সিস্টেম কম্পিউটারে ইন্সটল করা, বুট হওয়া, প্রয়োজনীয় কনফিগারেশন করে নেয়া, ব্রাউজার ওপেন করা ইত্যাদির পেছনে অঢেল সময় নষ্ট করছে। আজকালকার ব্যাস্ত মানুষের এতসব করার সময় কোথায়, সবাই চায় চটজলদি রেডিমেইড ব্যাবস্থা। এসকল ক্লায়েন্টদের চাহিদা পূরন করার স্বার্থেই আসছে গুগলের নতুন অপারেটিং সিস্টেমটি। গুগল তাদের এই অপারেটিং সিস্টেমটি তৈরীর পুরো পরিকল্পনাটি করছে ওপেন সোর্স কমিউনিটির সাহায্য নিয়ে। অপারেটিং সিস্টেমের কার্নেল হিসেবেও ব্যবহার করছে লিনাক্স।

তবে এখনও তাদের কিছু প্রয়োজনীয় এপ্লিকেশন সফটওয়্যার তৈরী করা বাকি আছে, যেমন : মিডিয়া প্লেয়ার। ব্রাউজার হিসেবে Chrome তো তার নিজের অবস্থান তৈরী করে চলেছেই, তবে Google তাদের অপারেটিং সিস্টেমের জন্য কোন মিডিয়া প্লেয়ার এখনও তৈরী করেনি, হয়ত তারা বলতে পারে ইউটিউব থাকতে সব মিডিয়া তো এখন হাতের মুঠোয় কিন্তু তারপরও হয়ত তাদের VLC, Songbird মিউজিক প্লেয়ার ইত্যাদি ওপেনসোর্স প্লেয়ারগুলোর সাহায্য নেয়ার প্রয়োজন হতে পারে। উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের মত জনপ্রিয় কোন মিডিয়া প্লেয়ার তৈরী করতে পারলে গুগল Chrome OS আরও দ্রুত জনপ্রিয়তা পাবে বলে আমার ধারনা। ওপেন সোর্স দুনিয়াতে গুগলের এই উদ্দ্যোগকে স্বাগত জানাই। তারা মোবাইলে জন্য এন্ড্রয়েড তৈরী করেছে এবং এখন কম্পিউটারের জন্যও মুক্ত অপারেটিং সিস্টেম তৈরী করছে যা প্রশংসার দাবী রাখে।

ওপেন সোর্স ভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টু আস্তে আস্তে মাথা তুলে দাড়াচ্ছে। অনেক ধাপ পেরিয়ে এখন উবুন্টুকে অনেকটা ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম বলা চলে। পাবলিসিটির পাশাপাশি উবুন্টুর ইউজারের সংখ্যও ধীরে ধীরে বেড়ে চলেছে, যারা আগে জানতো না তারাও জানার চেষ্টা করছে। আমার ধারনা সেদিন খুব বেশী দূরে নয় যেদিন মাইক্রোসফটও বাধ্য হবে তাদের অপারেটিং সিস্টেমের একচেটিয়া ব্যবসা গুটিয়ে অন্যকাজে মন দিতে। অপারেটিং সিস্টেম হবে সবার জন্য উন্মুক্ত।

গুগলের উপর আমি ভরসা করতে পারি, কারন তারা অনেক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। এমন সব প্রযুক্তি আবিষ্কার করেছে এবং করছে যা দ্রুত মানুষের দৈনন্দিন জীবনের সাথে মিশে যাচ্ছে। এবছরের শেষেই আসছে গুগলের আরেক বিশ্বয় Google Wave, সেটি ব্যবহার করার অপেক্ষায় আছি।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.