আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফটের মজার বাগ: ইউ উইল লাভ ইট!

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

[ই-মেইলে পেলাম এক বন্ধুর কাছ থেকে, ভাবলাম বাংলায় অনুবাদ করে রাখা যায়] ******************************************** আপনি কি জানতেন? ১. বুশের বদনাম করা চলবেনা বললুম আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করেন, তাহলে এটা করে দেখতে পারেন। ডেস্কটপে একটা নতুন নোটপ্যাড ওপেন করুন, এবং সেখানে লিখুন, Bush hid the facts এবার নোটপ্যাড ফাইলটিকে যেকোন নাম দিয়ে সেইভ করে, ক্লোজ করুন। এখন আবার ফাইলটি খুলে দেখুন। অদ্ভুত কিছু ক্যারেকটার দেখতে পারবেন। আমার কম্পিউটারে দেখা যায় পোকামাকড়ের মতো দেখতে দুটো জাপানিজ 'কানজি ক্যারেকটার', যেটার মানে দাঁড়ায় অনেকটা 'ডিভাইন মুভি' বা 'প্রকৃতিপ্রদত্ত চলচ্চিত্র'।

সর্বনাশ!! কেন এই বাগটি কাজ করছে, মাইক্রোসফটের কেউ নাকি এখনও কোন গ্রহনযোগ্য জবাব দিতে পারেননি। এরমধ্যে, আমি একটা প্যাঁচ বের করলাম। দ্বিতীয়বার ফাইলটি ওপেন করে যখন আপনি দেখবেন কিছু দুর্বোধ্য ক্যারেকটার, তখন সেটাকে ডিলিট করে আবার লিখুন, Bush hid the facts এবং সেইভ করে, ক্লোজ করুন। এখন ওপেন করে দেখুন কি তামশা! আসলে কিছুইনা, দ্বিতীয়বার করলে বাগটা আর থাকেনা, যা লিখেচেন তাই দেখা যায়। কি শিখলাম? সত্য কথা একবার বললে বাঁধা আসটেই পারে, সেজন্য সত্য কথা বারবার বলতে হয় ২. 'কন' এ কি সমস্যা? নাহ, 'কুন ফাইয়া কুন' এর কুন না, বরং 'কন', তাও ইংরেজীর সিম্পল বানানের CON।

এই CON নিয়ে ঝামেলাটা বের করেছেন এক ভারতীয় আই.টি গীক। অফিসের কাজ ফাঁকি দিয়ে কিসব দুষ্টু জিনিস তিনি কম্পিউটারে ডাউনলোড করেছেন তা শুধু তিনিই জানেন, তবে এটা অনুমান করে নিতে কষ্ট হয়না যে ফাইলগুলোকে তিনি 'কনফিডেন্সিয়াল' নামক কোন ফোল্ডারে সেইভ করতে চেয়েছিলেন। 'কনফিডেন্সিয়াল' বিরাট শব্দ, ঝামেলা এড়াতে তিনি ফোল্ডারের নাম দিলেন CON, আর তাতেই হলো সমস্যা। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে CON নামে কোন ফোল্ডার তৈরী করা যায়না!!!! এখুনি চেষ্টা করে দেখুন ওহ, স্মল লেটার con নামেও কোন ফোল্ডার তৈরী করা যায়না! এব্যাপারেও মাইক;রোসফটের তেনাদের মতামত, তাঁরা জানেননা ৩. একটা নতুন মাইক্রোসফট ওয়ার্ড ফাইল খুলুন, এখন তাতে শুদ্ধ ইংরেজীতে টাইপ করুন =rand(200,99) এবার Enter কী প্রেস করুন। দেখুন মাইক্রোসফটের 'চরমপত্র'!! পুরোটা পড়তে হবে কিন্তু।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.