আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফটের ভুলের নাম উইন্ডোজ ৮!

প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট ম্যাশএবল জানায়, অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের দেখানো হয় উইন্ডোজের ভবিষ্যত চেহারা। ম্যাশএবলের বক্তব্য, “দর্শকরা অবাক হয়ে দেখলেন ভবিষ্যত ওএস বলে যে জিনিসটি দেখানো হচ্ছে তার মিল উইন্ডোজ এইট নয় বরং উইন্ডোজ সেভেনের সঙ্গেই বেশি। ”

তবে কি উইন্ডোজ এইটকে ভুল বলে স্বীকার করে নিচ্ছে এই সফটওয়্রার জায়ান্ট?

কনফারেন্সে মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট অপারেটিং সিস্টেমস টেরি মিয়ারসন উইন্ডোজের ভবিষ্যত ভার্সন কেমন হবে তা দেখান। মিয়ারসন সেখানে একটি টুলস অবমুক্ত করেন যেটি দেখতে ‘স্টার্ট মেনু টুলস’ এর মতো। তিনি আরও জানান, উইন্ডোজে যুক্ত হতে চলছে মেট্রো অ্যাপস।

এ সময় সেখানে উপস্থিত একজন প্রযুক্তিবিদ নাম প্রকাশ না করার শর্তে জানান, “উইন্ডোজের নতুন ভার্সনে ইউজার ইন্টারফেস নিয়ে অসংখ্য ব্যবহারকারীর নেতিবাচক প্রতিক্রিয়া ছিল। নতুন অ্যাপসে উইন্ডোজ টাস্কবারে পরিবর্তন থাকছে। এতে ক্লোজ ও মিনিমাইজ বাটন দেখা যাবে। তাই মেট্রো অ্যাপস নিয়ে আমি সত্যিই বিস্মিত হই নি। ”

উল্লেখ্য উইন্ডোজের নতুন ভার্সনে উইন্ডোজ ৭ এর অনেক টুলসই ফিরে আসছে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।

মাইক্রোসফটের প্রথম টাচভিত্তিক উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে ল্যাপটপ ও ডেস্কটপ পিসিতে ভালোভাবে কাজ করত না। এছাড়া মাইক্রোসফটের উইন্ডোগুলোতে স্টার্ট মেনুর ব্যতিক্রম উইন্ডোজ ৮। এতে ল্যাপটপ স্টার্ট করার পর বন্ধ করতে গিয়েও অনেকে বিব্রত হতেন।

কনফারেন্সে ডিজাইন কনসাল্টিং ফার্ম অ্যাডাপটিভ প্যাথের চিফ ক্রিয়েটিভ অফিসার জেসি জেমস গ্যারিট জানান, উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম আপগ্রেডের কাজ শুরু থেকেই কিছুটা অগোছালো ছিল। তবে, এটা সত্যিই কঠিন যে, শুরু থেকে ট্যাবলেট ডিভাইসের জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করা।

স্টার্ট মেন্যুতে নতুনত্ব অনেকের জন্যই ছিল কিছুটা বিব্রতকর।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.