আমাদের কথা খুঁজে নিন

   

পাশ্চাত্য সুরের রবীন্দ্র সঙ্গীত



কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গানের বিচিত্র সম্ভার নানা উপাচারে সমৃদ্ধ করেছেন। নানা সুরের সমাবেশ ঘটিয়েছেন। বিলাতে পড়াশোনার সময় সেখানকার বিখ্যাত কিছু গান তাঁর ভালো লেগে যায়। সেসব গানের সুরের মূল কাঠামোটি ঠিক রেখে দেশীয় সুরের কিঞ্চিৎ মিশেল দিয়ে লিখেছেন কয়েকটি পাশ্চাত্যধর্মী গান। এরকম কয়েকটি গান- ১) রবার্ট বার্নসের বিখ্যাত একটি গানের সুরে লিখেছেন "ফুলে ফুলে ঢলে ঢলে'' গানটি। ২)আরেকটি ইংরেজী গানের আদলে লিখেছেন- '' কতবার ভেবেছিনু আপনা ভুলিতে'' ৩) বিখ্যাত স্কটিশ গান ''ফেয়ারওয়েল'' এর সুরে লিখেছেন-''পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়'' ৪)আরেকটি গান-''তোমার হলো শুরু আমার হলো সারা'' কিন্তু গান গুলো শুনতে গেলে পাশ্চাত্যের সুরের কথা মনেই আসে না। কি সুন্দরভাবে ওরা মিলেমিশে হয়ে গেছে অন্য রবীন্দ্র সঙ্গীতের মতোই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.