আমাদের কথা খুঁজে নিন

   

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার মেনে নিল পাশ্চাত্য ।

ঈশ্বরই সেই মানুষের অবস্থার তখনই পরিবর্তন করেন যখন সে নিজে তাঁর অবস্থার পরিবর্তন করে।

এম বি ফয়েজ। । নভেম্বর ২২, ২০১৩। ।

জেনেভায় ইরানের সঙ্গে আলোচনারত ছয় জাতিগোষ্ঠী তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার মেনে নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পশ্চিমা কূটনীতিক একথা জানিয়েছেন। ওই কূটনীতিক ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে জেনেভায় আলোচনারত দু’পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। ওই সমঝোতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার মেনে নিয়েছে পাশ্চাত্য। পশ্চিমা ওই কূটনীতিক বলেছেন, বৈঠকের তৃতীয় দিনে এখন দু’পক্ষ ইরানের আরাক ভারী পানির প্রকল্প নিয়ে আলোচনা করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এর আগে বলেছিলেন, তার দেশ পরমাণু সমৃদ্ধ করার অধিকার প্রশ্নে কোনো ছাড় দেবে না। তিনি প্রেস টিভিকে বলেন, “ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার হচ্ছে আমাদের রেড লাইন। ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে। এ বিষয়টিকে মেনে নিয়েই যেকোনো সমঝোতা হতে হবে। এটি ছাড়া আমরা কোনো চুক্তি মেনে নেবো না।

” জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানীকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠী গত বুধবার জেনেভায় ইরানের সঙ্গে আলোচনা শুরু করে। শুক্রবার ছিল এ আলোচনার তৃতীয় দিন। গত জুন মাসে ড. হাসান রুহানি ইরানের প্রসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ নিয়ে তৃতীয়বার তেহরানের সঙ্গে সংলাপে বসলো পাশ্চাত্য। এদিকে জেনেভা সংলাপে অংশগ্রহণকারী ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চলমান সংলাপে যোগ দিচ্ছেন। বুধবার আলোচনা শুরু হওয়ার সময় এ সংলাপে ল্যাভরভের যোগ দেয়ার কথা ছিল না।

ছয় জাতিগোষ্ঠীর অন্যতম দেশ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জেনেভা বৈঠকে যোগ দেয়ার সিদ্ধান্ত নিলেও শেষ খবর পাওয়া পর্যন্ত বাকি পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সিদ্ধান্ত জানা যায়নি। তথ্যঃ রেডিও তেহরান, বাংলা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.