আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুতে বাংলা কিভাবে লিখবেন (SCIM-ব্যবহার করে) ইউনিজয় কিবোর্ড লে-আউট এ

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

আমরা যারা বিজয় কিবোর্ড লেআউট এ লিখে অভ্যস্ত তারা উবুন্টুতে আসলে বাংলা লিখা নিয়ে সমস্যাতে পরি। আবার যাদের ফনেটিক এ লিখতে ভাল লাগে না তাদের জন্য এই ইউনি বিজয়।

আসুন দেখি কিকরে আমরা আমাদের উবুন্টুতে এটি ইন্সটল করবো। নিচের ক্রম গুলো একে একে করুন। --> প্রথমে যান System>Administration>Synaptic Package manager এ --> এখন পাসওয়ার্ড চাইলে পাসোয়ার্ড দিন --> সার্স বক্স এ লিখুন 'm17n' , সার্স ফলাফল থেকে 'm17n-db' এবং 'scim-m17n' এই দুটো সেলেক্ট করুন ইনস্টল করার জন্য। এখন 'Apply' বাটন এ ক্লিক করুন। এখন দেখবেন Synaptic Package manager এই দুটো প্যাকেজ ইন্সটল করেছে।

--> এখন যান System> Preferences> SCIM Inpute Method Setup -এ --> এখন 'SCIM Inpute Method Setup' উইন্ডোতে দেখবেন IMEngine এ 'Global Setup' নামে একটা অপশন আছে, তাক সিলেক্ট করুন এবং ক্লিক করুন 'Disable All' -এ --> এখন সিলেক্ট করুন Bangla থেকে 'bn-unijoy' এবং ক্লিক করুন 'Apply' -তে তারপর 'OK' -তে ক্লিক করুন --> এখন কম্পিউটার রিস্টার্ট দিন। পরবর্তিতে কম্পিউটার যতবার চালু করবেন . 'SCIM Inpute Method Setup' সাথে সাথে চালু হবে। --> এখন বাংলা লিখার জন্য কোন টেস্কট খুলুন এবং এর সাথে সাথে 'Alt+Spacebar' চাপুন। বাংলা লিখা শুরু করে দিন 'Unijoy Bangla' কিবোর্ড লেআউট এ ** যারা ম্যাক ওএস ব্যবহার করেন তারাও এই কি বোর্ড লে-আউট এ কাজ করতে পারেন। লিচের লিঙ্ক দেখুন।

ইউনিজয় ম্যাক ওএস *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*--*-*-*

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.