আমাদের কথা খুঁজে নিন

   

কোথাও যদি হারিয়ে আমি

কি লিখবো আর নিজেকে নিয়ে

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন ্যেও ভুলে আমায় যেও ভুলে। সৃত্মির মালা গেধ নাকো গানের ঝরা ভুলে যেও ভুলে আমায়্যেও ভুলে। তারায় তারায় আমার গীতালি রাখুক লিখে তোমার মনে মধুর মিতালি। সারা রাতের আলোক জড়া দোয়ার কানি খুলে আমায় ্যেও ভুলে ্যেও ভুলে আমায় ্যেও ভুলে- প্রদিপ শিখা আলোর আকাশে ব্যাথার আধার তুলবে ধরে প্রাণের আকাশে আপন ছায়া দেখবে তুমি অশ্রু নদী কুলে। কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন যেও ভুলে আমায় যেও ভুলে। মিতালি মুখার্চির গাওয়া একটা অসাধারন গান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.