আমাদের কথা খুঁজে নিন

   

কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা.....(কিছু এলোমেলো ভাবনা)

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

মাঝে মাঝে নিজেকে খুব স্বপ্নিল একজন মানুষ মনে হয়। আপনমনে প্রায়সময়ই আমি প্রচুর কথা বলি, একটি কথার সূত্র ধরে অন্য কথায় চলে যাই। অনেক স্বপ্ন দেখি, যেসব অধিকাংশই হাস্যকর। কিন্তু তারপরও স্বপ্ন দেখি, স্বপ্নগুলো ডানা মেলে উড়ে চলে দূরের আকাশটাতে।

স্বপ্নগুলো এমনই যে, সেগুলোর বেশীরভাগেরই কোন ভিত্তি নেই, স্বপ্নের ডালপালা গজিয়ে মাঝে মাঝে সেটি একটি বিরাট বৃক্ষে পরিণত হয়, স্বপ্নময় বৃক্ষ। মাঝে মাঝে ইচ্ছে করে, অনেক দূরে কোথাও চলে যেতে, যেখানে নাগরিক জীবনের এই কোলাহল নেই, নেই বাস্তবতার নির্মম কোন কষাঘাত। নগর জীবনের এই কোলাহলমুখর পরিবেশে মাঝে মাঝে এত ক্লান্ত লাগে যে, ইচ্ছে করে অনেক দূরে কোথাও, নির্জন কোন স্থানে গিয়ে প্রকৃতির কোলে নিজেকে সমর্পন করতে। নির্জন বন, সাগর, পশুপাখি --- এসব প্রাকৃতিক সম্পদ আমাকে প্রায়ই খুব আকর্ষণ করে, যদিও নির্জন বনে যাওয়ার বা তেমনভাবে পশুপাখির সাথে সখ্যতা হওয়ার সৌভাগ্য কখনো হয়ে ওঠেনি। সাগরপাড়ের শহরে বড় হওয়ার সুবাদে বারকয়েক সমুদ্র দর্শনের সৌভাগ্য হলেও এখন মনে হয় আমি সাগরের কিছুই চিনিনা, সাগরকে তেমনভাবে জানা হয়ে ওঠেনি।

যখন চট্টগ্রাম থাকতাম, তখন সাগরকে এমনভাবে মিস করতাম না, বন্ধুরা বীচে যাওয়ার প্রস্তাব দিলে কখনো তাদের সেই প্রস্তাবে সাড়া দেয়ার মত মনের ভেতর থেকে উৎসাহ পেতাম না। কিন্তু এখন নাগরিক জীবনের এই রুঢ় বাস্তবতার মুখোমুখি হয়ে প্রায়সময়ই সাগরকে খুব মিস করি, মাঝে মাঝে ইচ্ছে করে সারাক্ষণ যদি সাগরপাড়ে গিয়ে বসে থাকতে পারতাম, সাগরের ঢেউ এর গর্জন শুনতে পারতাম, তবে খুবই ভালো হতো। ঘোরাঘুরির অভ্যাস ছোটবেলা থেকেই তেমন একটা ছিলনা কখনো, সে কারণে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর প্রায় কিছুই আমার দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। ব্লগে আমার বেশীরভাগ লেখাতেই সাগর, পাখি এসব জিনিসের আধিক্য থাকে, হয়তো এ কারণে অনেকে বিরক্ত হন আমার লেখা পড়ে। কিন্তু তারপরও আমি এসব নিয়েই লিখি, কারণ প্রকৃতিকে নিয়ে আমি অনেক ভাবি, যদিও প্রকৃতিকে সেরকম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়নি কখনো আমার।

আমার ভাবনাগুলো প্রায়ই এমন এলোমেলো হয়ে যায়, তারপরও প্রচুর ভাবি। ভাবি যে আমি কোথাও হারিয়ে যাচ্ছি, দূরে, অনেক দূরে। এই হারিয়ে যাওয়ার ভাবনা থেকে তো আমাকে কেউ বাঁধা দিতে পারবেনা, তাই আমার ভাবনার ডালপালাগুলো তার শাখা-প্রশাখা বিস্তার করে চলেছে অবিরত। একটা গান আজ দুদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে, “কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা । ” আসলেই, আমার কোথাও হারিয়ে যেতে মানা নেই, তাই তো স্বপ্নরাজ্যে প্রায়ই আমি হারিয়ে যাই......


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.