আমাদের কথা খুঁজে নিন

   

আইনজীবীদের দুষলেন দুদক চেয়ারম্যান

তার দাবি, এই পরোয়ানা জারি আরো আগেই হওয়ার কথা ছিলো। কিন্তু দুদকের আইনজীবীদের অদক্ষতায় দেরি হয়েছে।
লন্ডনে গত সপ্তাহে বিএনপির এক সভায় যোগ দেয়ার পর তারেকের বিরুদ্ধে সরকারি দলের নেতাদের বক্তব্যের প্রেক্ষাপটে পরোয়ানা জারির এই উদ্যোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলছে বিএনপি।
ওই পরোয়ানার পর থেকে সাংবাদিকদের প্রশ্নের মুখে দুদক চেয়ারম্যান বলছেন, এর পেছনে রাজনৈতিক কোনো অভিসন্ধি নেই।
সোমবার তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আইনজীবীদের দুর্বলতা এবং দক্ষতার অভাবের কারণে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে এত বিলম্ব হয়েছে।

তারা যথাযথভাবে সময়মতো তাদের কাজ শেষ করতে পারেননি।
“আমি আগেও বলেছি, আবারো বলছি সরকারের সঙ্গে এ বিষয়ে আমাদের কোনো আলাপ-আলোচনা হয়নি। আসন্ন নির্বাচনের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। ”
মুদ্রা পাচারের ওই মামলায় দুর্নীতি দমন কমিশনের আবেদনে রোববার ঢাকার আদালত বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনতে পরোয়ানা জারি করে।
খালেদা জিয়ার বড় ছেলে তারেক এক ডজনের বেশি মামলা মাথায় নিয়ে গত পাঁচ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে রয়েছেন।


তারেকের অনুপস্থিতিতে ২০০৯ সালে মুদ্রা পাচারের এই মামলা করে দুর্নীতি দমন কমিশন। তার অনুপস্থিতিতে অভিযোগ গঠনের পর বিচার চলছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.