আমাদের কথা খুঁজে নিন

   

আমি একবিংশ শতকের যুবক বলছি

i am new in blog

আমি এক যুবক!একবিংশ শতাব্দীর টগবগে তাজা যুবক। গোটা বিশ্বকে আমার কাছে অতি তুছছ মনে হয়। জীবনের কোন মানে আমি খুজে পাইনা। কেবল আনন্দ আর উপভোগ ছাড়া আর কোন মানে আমার কাছে নেই। ত্যাগ,ভালবাসা,পারষ্পরিক সমঝোতা এগুলো আমার কাছে বড় মেকি মনে হয়।

ভালবাসার মানে আমার কাছে যৌনতা ছাড়া আর কিছু নয়। দেশপ্রেম আমাদের মনে কোন স্থান দখল করতে পারে না। দেশ প্রেম মানে কিছু বিশেষ দিবসে গান আর খাওয়া দাওয়া করে বাঙ্গালী সাজার নকল প্রচেষ্ঠা। ইংলিশ আর হিন্দী মুভীতে আমরা আমাদের ভাল লাগা গুলো খুজে পাই। নিজেদের স্মার্ট প্রমান করতে অনবরত চলে আমাদের সাধনা।

কানে হেডফোন আর বাংলিশ ভাষায় আমাদের সময় কাটে। পরিবার!এটা আমাদের নির্বাধ উপভোগের মাঝে বাধা ছাড়া আর কিছু মনে হয় না । আমার বাবা টাকার নেশায় ন্যায় অন্যায় ভুলে গিয়ে ছুটে চলেন আর সমাজের স্ট্যাটাস রক্ষায় মা দিনে রাতে পার্টিতে ঘুরে বেড়ান। আমার রাত কাটে(অনেকের কাছে মনে হওয়া ) অশ্লীল মুভি দেখে। বন্ধু মহলে হিরো সাজার জন্য আমাদের নিত্য নতুন বাজে গালি আর অশ্লীল আলোচনায় পান্ডিত্য অর্জন করতে হয়।

যত সব অবৈধ কাজের নেশায় আমার অবিরাম চেষ্ঠা চলে। ধর্ম !যতসব সেকেলে চিন্তা ভাবনা । আধুনিক যুগের যুবকেরা ধর্মের বেড়াজালে নিজেকে আবদ্ধ রাখবে এ কেমন কথা। আমরা মহাশুন্য কিংবা ডারউইনের মতবাদের ধার করা গুটিকয়েক বুলি আওড়ে নিজেকে ঞ্জানী বলে জাহির করতে পিছপা হইনা। চে গুয়েভারা কিংবা লেলিন কে নিজেদের আইডল বলে দাবী করলেও তাদের আদর্শ সম্পর্কে আমাদের কোন ধারনা নেই।

তাদের ছবি বুকে পিঠে লাগিয়ে ঘুরে বেড়িয়েই আমরা দেশ জাতি উদ্বারের কর্মটি শেষ করি। কনসার্টের তালে নিজেকে উম্মাতাল করা আর হালের অদ্ভুত সব পোশাক কে নিজেদের ফ্যাশন বলে চালানোর ব্যাস্ততায় কেটে যায় আমাদের জীবন। সমাজের কল্যান চিন্তায় মগ্ন কর্মহীন মানুষেরা আমাদের দেখে ছি ছি বলে। সমাজটা উছছন্নে গেল বলে আলোচনার ঝড় তুলে মাতিয়ে তোলে আড্ডা। কিন্তু আমাদের এ অবস্থার জন্য কি আমরাই দায়ী।

সমাজ কি আমাদের শিখিয়ে দিয়েছে কোনটি নৈতিকতা আর কোনটি অনৈতিকতা?আমরা তো চিনতে শিখেনি নিজের অস্তিত্বকে। নিজের দেশের ইতিহাস নিয়েই যেখানে আমরা সন্দিহান ,অনেক ত্যাগের বিনিময় পাওয়া স্বাধীনতার ঘোষকের স্বীকৃতি যেখানে আদালতে নিতে হয় সেখানে আমাদের নিয়ে ভাবনার সময় কি কারো আছে?দেশকে যদি বদলে দিতে হয় সব ছেড়ে আমাদের নিয়ে একটু ভাবুন। আমাদের শিখিয়ে দিন নীতি দুর্নিতী। আমাদের স্বপ্নের দেশ আমরাই গড়ে নিতে পারব। নইলে যে দেশের জন্য সকলের এত ভাবনা সে দেশের ভবিষ্যত প্রজন্ম নিজেদের বিলিয়ে দিবে ভীনদেশী সংস্কৃতির কারাগারে।

তখন তাদের মুক্ত করে আনার কেউ থাকবে না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.